E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

রাজৈরে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ৩ 

২০২৬ জানুয়ারি ২৭ ১৯:২৮:৩৭
রাজৈরে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ৩ 

বিপুল কুমার দাস, রাজৈর : মাদারীপুরের রাজৈরে যৌথ বাহিনীর অভিযানে টেকেরহাটে ও আন্দনমোড়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে। এসময় এক নারীসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। 

রাজৈর সেনা ক্যাম্পের কমান্ডার মেজর আবু সালেহ মো তানজিল জানান, ২৭ জানুয়ারি মঙ্গলবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৬ ঘণ্টার যৌথ বাহিনীর একটি অভিযানিক দল রাজৈর উপজেলার শাখারপাড় আন্দন মোড়ে মাদক কারবারি এনদাল শেখের বাড়ি থেকে ইয়াবাসহ মাদক উদ্ধার করে, পরে তার দেওয়া তথ্য মতে রাজৈরের টেকেরহাটের ঘোষালকান্দিতে অভিযান পরিচালনা করে আরোও ইয়াবা, গাঁজা, মোবাইল ফোন, নগদ টাকাসহ আরোও দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাজ থেকে ৫৭০৭ পিচ ইয়াবা, ১ কেজি ৬৮০ গ্রাম গাঁজা, ২৬৫০ নগদ টাকা ও মোবাইল ফোন ৬টি এন্ড্রয়েড ফোন ও তিনটি ফিচার ফোন উদ্ধার করা হয়েছে।

দুর্দান্ত এই অভিযানটির নেতৃত্বদেন মেজর আবু সালেহ মো তানজিল, লেফটেন্যান্ট রিদওয়ান, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মফিজুল, ওয়ারেন্ট অফিসার শফিকুল ইসলামসহ অন্যানরা।

গ্রেপ্তারকৃতারা হলেন- রাজৈরের শাখারপাড়ের আন্দনমোড়ের জলিল শেখের ছেলে এনদাল শেখ ( ৫০), রাজৈর পৌর এলাকার ঘোষালকান্দি গ্রামের মৃত মোতাবেক মোল্লার মেয়ে জীবনী বেগম (৩৮) ও একই এলাকার সায়েদ আলীর ছেলে সাগির শেখ (৪২)।

(বিকেডি/এসপি/জানুয়ারি ২৭, ২০২৬)

পাঠকের মতামত:

২৭ জানুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test