E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

গোপালগঞ্জে ৈযৌথবাহিনীর অভিযানে ৪৬ হাজার টাকা জরিমানা, ১ জনের কারাদণ্ড 

২০২৬ জানুয়ারি ২৮ ০০:০৭:৪৩
গোপালগঞ্জে ৈযৌথবাহিনীর অভিযানে ৪৬ হাজার টাকা জরিমানা, ১ জনের কারাদণ্ড 

গোপালগঞ্জ  প্রতিনিধি : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সড়কে যৌথবাহিনীর অভিযানে ৪৬ হাজার ১শ টাকা জরিমানা ও ব্যাগে গাঁজা পাওয়ায় এক যাত্রীকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত টুঙ্গিপাড়া উপজেলার চৌরঙ্গী মোড় এলাকায় চেকপোস্ট বসিয়ে দুই শতাধিক যানবাহনে তল্লাশি কার্যক্রম চালিয়ে এ জরিমানা ও কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও টুঙ্গিপাড়া সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার।

অভিযান চলাকালে যানবাহনে তল্লাশি চালিয়ে ও বৈধ কাগজপত্র না থাকায় সড়ক পরিবহন আইনে ১৫টি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১টি সহ মোট ১৬টি মামলা মোট ৪৬ হাজার ১শ টাকা জরিমানা আদায় করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও টুঙ্গিপাড়া সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার বলেন, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে চেকপোস্ট বসিয়ে দুই শতাধিক যানবাহন থামিয়ে তল্লাশি চালিয়েছে পুলিশ ও সেনাবাহিনী। ফিটনেসবিহীন গাড়ি, হেলমেট, ড্রাইভিং লাইসেন্স সহ বৈধ কাগজপত্র না থাকায় সড়ক পরিবহন আইনে ১৫টি মামলায় ৪৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া পিরোজপুর থেকে ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাসে তল্লাশির সময় ইসমাইল হোসেন (২৮) নামের এক যাত্রীর ব্যাগে গাঁজা পাওয়া যায়। তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও বলেন, জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও সেনাবাহিনীর সমন্বয়ে মহাসড়কে নিয়মিত তল্লাশি চালানো হচ্ছে। একই সঙ্গে চালকদের হেলমেট ব্যবহারসহ প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখার বিষয়ে সচেতন করা হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন, এসআই শুকুর আলী সহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

(টিবি/এএস/জানুয়ারি ২৮, ২০২৬)

পাঠকের মতামত:

২৮ জানুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test