E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নড়াইলে সড়ক দুর্ঘটনায় আহত যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

২০২৬ জানুয়ারি ২৮ ১৮:১৭:২৩
নড়াইলে সড়ক দুর্ঘটনায় আহত যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

রূপক মুখার্জি, নড়াইল : নড়াইলের লোহাগড়া উপজেলায় নসিমনের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী সাগর মোল্যা (১৯) নামে এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এসময় মোটরসাইকেল চালক সাগরের বন্ধু ইমরান (১৯) গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

আজ বুধবার ভোরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাগরের মৃত্যু হয়। এর আগে মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে উপজেলার লাহুড়িয়া-লোহাগড়া সড়কের মাকড়াইল পুরাতন বাস স্টান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সাগর মোল্যা উপজেলার শালনগর ইউনিয়নের মাকড়াইল গ্রামের ওসমান মোল্যার ছেলে এবং আহত ইমরান একই গ্রামের আরজান এর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে সাগর ও ইমরান দুই বন্ধু মোটরসাইকেলযোগে লোহাগড়ার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে লাহুড়িয়া-লোহাগড়া সড়কের মাকড়াইল পুরাতন বাস স্টান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা এক নসিমনের সঙ্গে তাদের মোটরসাকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের চালক ইমরান ও পেছনে থাকা আরোহী তার বন্ধু সাগর গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য সাগরকে ঢাকায় এবং ইমরানকে যশোরে নেওয়ার পরামর্শ দেন। পরে সাগরকে ঢাকায় নেওয়া হলে সেখানে চিকিৎসারত অবস্থায় বুধবার ভোর রাতে তিনি মারা যান। এদিকে, ইমরানের অবস্থাও আশঙ্কাজনক। তিনি যশোরে চিকিৎসাধীন।

লোহাগড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বলেন, সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যুর বিষয়টি আমাদের কেউ অবহিত করেনি। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দিলে আমরা সেটি তদন্ত করে আইনি ব্যবস্থা নিবো।

(আরএম/এসপি/জানুয়ারি ২৮, ২০২৬)

পাঠকের মতামত:

২৮ জানুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test