E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মহম্মদপুরে অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ে অভিভাবকদের ভূমিকা শীর্ষক সেমিনার

২০২৬ জানুয়ারি ২৮ ১৮:৩৮:০০
মহম্মদপুরে অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ে অভিভাবকদের ভূমিকা শীর্ষক সেমিনার

বিশ্বজিৎ সিংহ রায়, মহম্মদপুর : মাগুরার মহম্মদপুরে অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ে শিক্ষার গুণগত মান উন্নয়নে অভিভাবকদের ভূমিকা শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার দুপুরে উপজেলার জাঙ্গালিয়া ব্রিজ এলাকায় অবস্থিত মহম্মদপুর অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের শ্রেণিকক্ষে সেমিনারের আয়োজন করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রাসেল মোল্লা-এর সভাপতিত্বে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহঃ শাহানুর জামান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোঃ বাবলুর রহমান, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা ও মাগুরা প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আব্দুর রব, প্রেসক্লাব মহম্মদপুরের সভাপতি আজিজুর রহমান টুটুল, ওসিউজ্জামান বুলবুল, অধ্যাপক আমিনুর রহমান কলেজ।

অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষক মোঃ সুজন মিয়া। এছাড়া বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও জমিদাতা মাওলানা আব্দুল বাকি শিকদার।

সমাবেশে বক্তারা অটিস্টিক ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষা কার্যক্রমে অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণ, নিয়মিত যোগাযোগ এবং পারিবারিক সহায়ক পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শিশুদের মানসিক ও সামাজিক বিকাশে বিদ্যালয় ও অভিভাবকদের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের ১৫৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

(বিএস/এসপি/জানুয়ারি ২৮, ২০২৬)

পাঠকের মতামত:

২৮ জানুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test