E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফরিদপুরে যৌথ অভিযানে অস্ত্র ও গুলিসহ উপজেলা যুবদলনেতা গ্রেপ্তার

২০২৬ জানুয়ারি ২৯ ০০:৪৬:৫৬
ফরিদপুরে যৌথ অভিযানে অস্ত্র ও গুলিসহ উপজেলা যুবদলনেতা গ্রেপ্তার

রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : ফরিদপুর জেলায় মোতায়েনকৃত মধুখালী আর্মি ক্যাম্প হতে  সেনাবাহিনীর নেতৃত্বে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ মো. সজিব হাসান (২৭) নামের এক অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত সজিব হাসান বিএনপি'র অঙ্গ সংগঠন যুবদল এর স্থানীয় উপজেলা শাখার যুগ্ম আহবায়ক।

বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত মধুখালী আর্মি ক্যাম্প এর নেতৃত্বে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়েনদিয়া এলাকায় অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী।

মধুখালী আর্মি ক্যাম্প (১৫ আর ই ব্যাটালিয়ন) এর নির্ভরযোগ্য সেনাসূত্রে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে।

সেনা বাহিনীর সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত অস্ত্রধারী সন্ত্রাসী সজিব হাসান বোয়ালমারী উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক। যৌথ বাহিনী গ্রেপ্তারকৃত ব্যক্তির নিজ বাড়িতে তল্লাশি করে একটি টলি ব্যাগ এর ভিতর থেকে ১ টি চায়না পিস্তল ও পিস্তলটির ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করে।

বিদেশি অস্ত্র সহ যৌথ বাহিনীর হাতে গ্রেপ্তার বোয়ালমারী উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো. সজিব হাসান (২৭) ওই উপজেলার ময়েনদিয়া গ্রামের মৃত হাবিবুর রহমানের পুত্র বলে জানা গেছে।

বুধবার রাত ৯টার দিকে এ রিপোর্ট লেখার সময় অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তারকৃত ব্যক্তিকে স্থানীয় বোয়ালমারী থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রস্তুতি নিচ্ছিলো সেনাবাহিনী।

(আরআর/এএস/জানুয়ারি ২৯, ২০২৬)


পাঠকের মতামত:

২৯ জানুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test