দিনাজপুরে নির্বাচনে বিজিবি মোতায়েন ও ক্যাম্প স্থাপন নিয়ে প্রেস ব্রিফিং
শাহ্ আলম শাহী, দিনাজপুর : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুরে বিজিবি মোতায়েন ও ক্যাম্প স্থাপন নিয়ে প্রেস ব্রিফিং করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে দিনাজপুর শহরের কাদের বকস মেমোরিয়াল কলেজিয়েট হাই স্কুল প্রাঙ্গণে প্রেস ব্রিফ করেন দিনাজপুর ব্যাটালিয়ন ৪২ বিজিবি এর কমান্ডিং অফিসার লেঃ কর্ণেল আব্দুল্লাহ আল মঈন।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অর্পিত দায়িত্ব পালনে সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে। একটি পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও নিরপেক্ষ বাহিনী হিসেবে বিজিবি নির্বাচনকালীন সময়ে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনগণের ভোটাধিকার সুরক্ষায় সক্রিয় ভূমিকা পালন করবে।
নির্বাচনকালীন দায়িত্ব পালনের ক্ষেত্রে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও নির্বাচন কমিশনের সকল নির্দেশনা বিজিবি কর্তৃক কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে। বিজিবি রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে সকল রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করবে, যাতে নির্বাচন প্রক্রিয়া অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হয়।
ভোটাররা যেন নিরাপদ, শান্ত ও ভয়মুক্ত পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন; এ লক্ষ্য সামনে রেখে বিজিবি অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করবে। একই সাথে জনগণের মধ্যে আস্থা ও সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন প্রেরণামূলক ও উদ্বুদ্ধকরণমূলক কর্মসূচি পরিচালনা করা হচ্ছে, যাতে ভোটারদের অংশগ্রহণ আরও উৎসাহিত হয়।
নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। এই সময়ে যাতে কোনো ধরনের চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচার কিংবা অন্য কোনো সীমান্ত-সংশ্লিষ্ট অপরাধ সংঘটিত হয়ে নির্বাচন প্রক্রিয়ায় বিরূপ প্রভাব ফেলতে না পারে, সে বিষয়ে বিজিবি অতিরিক্ত সতর্কতা ও তৎপরতার সাথে দায়িত্ব পালন করছে। সীমান্তে টহল, নজরদারি এবং গোয়েন্দা কার্যক্রম জোরদার করে সকল প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধ করা হচ্ছে। নির্বাচন উপলক্ষ্যে দিনাজপুর জেলার অন্তর্গত সীমান্তবর্তী এলাকার বিওপি সমূহে জনবল বৃদ্ধি করে বডি অর্ন ক্যামেরা, নাইট ভিশন গগলস্ ও বাইনোকুলার এর মাধ্যমে টহল তৎপরতা ও সীমান্ত নজরদারী বৃদ্ধি করা হয়েছে।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় স্থায়ী ও অস্থায়ী মোট ১০টি চেকপোস্টের মাধ্যমে তল্লাশী কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। গত ০২ মাসে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) কর্তৃক আভিযানিক সফলতার অংশ হিসেবে ১৭,৫৭,৩৩১/- (সতের লক্ষ সাতান্ন হাজার তিনশত একত্রিশ) টাকা মূল্যের চোরাচালানী মালামাল ও মাদকদ্রব্য এবং ৫৬ জন আসামী আটক করা হয়। তাছাড়া পুশ ইন প্রতিরোধে বিজিবি কর্তৃক সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারী বৃদ্ধি, টহল তৎপরতার জোরদার এবং কোম্পানী/বিওপি কমান্ডার কর্তৃক নিয়মিতভাবে জনসচেতনতামূলক সভা আয়োজনের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
আগামী ০১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ থেকে বর্ডার গার্ড বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে পূর্ণমাত্রায় মোতায়েন থাকবে এবং নির্বাচন সংশ্লিষ্ট সকল দায়িত্ব সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সাথে পালন করবে। উল্লেখ্য, দেশের ৪,৪২৭ কিলোমিটার সীমান্তকে সম্পূর্ণ সুরক্ষিত রেখেই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে ৩৭ হাজারেরও অধিক সংখ্যক বিজিবি সদস্য মোতায়েন থাকবে। দেশের ৪৯৫টি উপজেলার মধ্যে ৬টি উপজেলা ব্যতিত (কুতুবদিয়া, হাতিয়া, সন্দীপ, দাকোপ, মনপুরা ও রাঙাবালি) ৪৮৯টি উপজেলায় বিজিবি নির্বাচনী দায়িত্ব পালন করবে। পাশাপাশি সীমান্তবর্তী ৬১টি উপজেলায় বিজিবি এককভাবে নির্বাচনী দায়িত্ব পালন করবে। এরই আওতায় দিনাজপুর জেলার ০৫টি সীমান্তবর্তী উপজেলায় (বিরল, বোচাগঞ্জ, ফুলবাড়ী, বিরামপুর ও হাকিমপুর উপজেলা) মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে বিজিবি এককভাবে দায়িত্ব পালন করবে।
এছাড়া সারাদেশের ৩০০টি আসনেই ঝুঁকি বিবেচনায় বিজিবি মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে। উপজেলা ভেদে ২-৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে। মোতায়েন থাকবে বিজিবির বিশেষায়িত K-9 ডগ স্কোয়াড। এছাড়া নির্বাচনকালীন যেকোনো জরুরী পরিস্থিতি মোকাবিলায় বিজিবির র্যাপিড অ্যাকশন টিম (RAT) এবং বিজিবির হেলিকপ্টারসহ কুইক রেস্পন্স ফোর্স (QRF) সর্বদা প্রস্তুত থাকবে এবং অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্র পর্যবেক্ষণে বিজিবি ড্রোনও ব্যবহার করা হবে।
উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর করে তুলতে নির্বাচনকালীন মোতায়েনের অংশ হিসেবে দিনাজপুর জেলার ০৬টি নির্বাচনী আসনে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর ১৯ প্লাটুনসহ সর্বমোট ৩৭প্লাটুন বিজিবি সদস্য আইন-শৃঙ্খলা রক্ষা ও বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের লক্ষ্যে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে। দিনাজপুর জেলার ০৬টি নির্বাচনী আসনের সর্বমোট ৮৪৪টি ভোটকেন্দ্র রেকি সম্পন্ন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় দিনাজপুর জেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিতকল্পে ২৯ জানুয়ারি ২০২৬ তারিখ সকল উপজেলায় একযোগে ১৩টি বেইস ক্যাম্পে বিজিবি সদস্য মোতায়েন হচ্ছে। এরই অংশ হিসেবে দিনাজপুর শহরের কেবিএম কলেজিয়েট হাইস্কুলে বেইস ক্যাম্প স্থাপনের কাজ চলমান রয়েছে।
বর্ডার গার্ড বাংলাদেশ দৃঢ়ভাবে বিশ্বাস করে, সরকার, নির্বাচন কমিশন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জনগণের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। দেশের জনগণের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিজিবি সংবিধান ও আইনের আলোকে তার দায়িত্ব পালন অব্যাহত রাখবে।
(এসএএস/এএস/জানুয়ারি ৩০, ২০২৬)
পাঠকের মতামত:
- কিউবায় তেল বিক্রি করা দেশের ওপর অতিরিক্ত শুল্কের হুমকি ট্রাম্পের
- কন্টেইনার টার্মিনাল বিদেশিদের দিয়ে পরিচালনা সংক্রান্ত প্রক্রিয়া বৈধ
- স্কটল্যান্ডকে বিধ্বস্ত করে ছয়ে ছয় বাংলাদেশের
- ‘প্লেনে চড়ে পালিয়ে যাওয়ার পরিকল্পনা আমাদের নেই’
- দিনাজপুরে নির্বাচনে বিজিবি মোতায়েন ও ক্যাম্প স্থাপন নিয়ে প্রেস ব্রিফিং
- পাংশায় ১১ দলীয় জোট প্রার্থীর সংবাদ সম্মেলন
- সোনার দাম ভরিতে কমলো ১৪৬৩৮ টাকা
- পাংশায় দিনব্যাপী ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ
- ২৮ দিনে রেমিট্যান্স এলো ২৯৪ কোটি ডলার
- ‘ইরানের বিপ্লবী গার্ডকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করলো ইইউ’
- পারিবারিক সহিংসতা প্রতিরোধ অধ্যাদেশ অনুমোদন
- ‘যুবকদের জন্য চাঁদাবাজমুক্ত ন্যায় ইনসাফের বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি’
- বাংলাদেশকে ৫০০ কোটি টাকারও বেশি ক্ষতিপূরণ দেবে নাইকো
- ‘এক স্বৈরাচারকে সরিয়ে নতুন স্বৈরাচারকে বসানোর জন্য গণঅভ্যুত্থান করিনি’
- ভুট্টো সংবাদপত্রসমূহকে নিরপেক্ষতা অবলম্বনের অনুরোধ জানান
- বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের সতর্কতা
- ‘সম্মিলিত ইসলামী ব্যাংক নিয়ে গণ্ডগোলের পাঁয়তারা চলছে’
- নির্বাচনে বড় পর্যবেক্ষক দল পাঠাচ্ছে কমনওয়েলথ ও ইইউ
- গ্রেপ্তার দেবাশীষের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি
- নগরকান্দায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
- ‘নির্বাচন নিরপেক্ষ ও উৎসবমুখর করতে কাজ করছে বিজিবি’
- মুন্সীগঞ্জে বিএনপিতে সংকট: বহিস্কার ১১,পদত্যাগ ৫
- ‘জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন’
- ফরিদপুরে শ্রীধাম শ্রী অঙ্গনে শুরু হলো চারদিনব্যাপী শ্রীশ্রী বন্ধুবাসন্তি উৎসব
- ‘তারেক জিয়ার হাতকে শক্তিশালী করতে ধানের শীষে ভোট দিন’
- ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মাদরাসা শিক্ষার্থীর
- ‘শাহজালালের আগুন ফ্যাসিস্ট হাসিনার নাশকতার অংশ’
- বন্যার পানিতে পাঁচ দিন ধরে বন্ধ কুমিল্লা ইপিজেড
- 'পিতা যদি রাষ্ট্রপতির প্রটোকল মেনে বঙ্গভবনে থাকতেন, তাহলে বাঙালির এতো বড় মহাসর্বনাশ কেউ করতে পারতো না'
- বিএনপির প্রার্থী বাছাই নিয়ে জমে উঠেছে সমীকরণ
- পারিবারিক ষড়যন্ত্রের শিকার ব্যবসায়ী আবুল বাশার শামীম
- ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু
- ধূমপায়ীরা প্রাথমিকের শিক্ষক পদে আবেদন করতে পারবেন না
- নরসিংদীতে ট্রাকচাপায় সিএনজির ৬ যাত্রী নিহত
- তজুমদ্দিন চাঁদপুর ইউনিয়ন (দক্ষিণ) বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত
- ‘নোটিশ, আমিরগঞ্জ স্টেশন বন্ধ’
- পরিবর্তন হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার নাম
- কুমিল্লায় রাস্তা থেকে তুলে নিয়ে গৃহবধূকে গণধর্ষণ, গ্রেপ্তার ১
- গলাচিপায় নানা প্রজাতির আম চাষে সফলতা
- কুমারী পূজা কী কেন করা হয় এবং কুমারী পূজার ইতিহাস কী?
- টুঙ্গিপাড়ায় সন্ত্রাসবিরোধী মামলায় সাংবাদিক মেহেদী গ্রেপ্তার
- সুনামগঞ্জে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৬ জনের মৃত্যু
- ‘জুলাই যোদ্ধাদের স্বৈরাচারের দোসর বলাটা গুরুতর অসৌজন্যতা’
- সাভারে দর্শনার্থীদের নজর কাড়ছে ১৬ ফুটের শ্যামা প্রতিমা
- আওয়ামী লীগের প্রতি দলীয় নেতাকর্মীদের আনুগত্য : একটি ঐতিহাসিক প্রেক্ষাপট
৩০ জানুয়ারি ২০২৬
- দিনাজপুরে নির্বাচনে বিজিবি মোতায়েন ও ক্যাম্প স্থাপন নিয়ে প্রেস ব্রিফিং
- পাংশায় ১১ দলীয় জোট প্রার্থীর সংবাদ সম্মেলন
- পাংশায় দিনব্যাপী ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ
-1.gif)








