E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বিভাগের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হলেন মহম্মদপুরের  অধ্যক্ষ মাওলানা মো: আক্তার শরিফ 

২০২৬ জানুয়ারি ৩০ ১৫:২৮:৩৪
বিভাগের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হলেন মহম্মদপুরের  অধ্যক্ষ মাওলানা মো: আক্তার শরিফ 

বিশ্বজিৎ সিংহ রায়, মহম্মদপুর : বিভাগীয় পর্যায়ে মাদ্রাসা প্রতিষ্ঠানের মধ্যে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হলেন মাগুরা মহম্মদপুর বড়রিয়া এ ডব্লিউ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আক্তার শরিফ। 

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে বিভাগীয় পর্যায়ে মাদ্রাসা বিভাগে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি। বর্ণাঢ্য কর্মজীবন ও শিক্ষা ক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ গত (১৭ জানুয়ারি) তাকে এই সম্মানে ভূষিত করা হয়েছে।

মাওলানা মো.আক্তার শরিফ ১৯৮৭ সালে দাখিল, ১৯৮৯ সালে আলিম,১৯৯১ সালে ফাজিল, ১৯৯৩ সালে কামিল এবং ১৯৯৮ সালে এম.এ তে প্রথম শ্রেনী পেয়ে উত্তির্ন হন।তার কর্মজীবন শুরু হয় ১৯৯৪ সাল থেকে ।তিনি নড়াইলের লোহাগড়া উপজেলার একটি মাদ্রাসায় আরবি প্রভাষক হিসেবে ২০১২ সাল অব্দি শিক্ষকতা করেন।

পরে তিনি ২০১৩ সালে মহম্মদপুর উপজেলার বড়রিয়া এ ডব্লিউ ফাজিল মাদ্রাসায় অধ্যক্ষ হিসেবে যোগদান করেন। যোগদানের পর থেকেই তিনি তার বিচক্ষনতা ও দূরদর্শিতা দিয়ে তিল তিল করে প্রতিষ্ঠানটিকে গড়ে তোলেন একটি মডেল প্রতিষ্ঠান হিসেবে।মাওলানা মো: আক্তার শরিফের নেতৃত্বে মাদ্রাসায় ব্যাপক অবকাঠামোগত ও গুণগত পরিবর্তন এসেছে।

তিনি উপজেলা পর্যায়ে ৫ বার সেরা প্রতিষ্ঠান প্রধান হিসেবে সুখ্যাতি অর্জন করেন,জেলা পর্যায়ে তিনি সেরা প্রতিষ্ঠান প্রধান হিসেবে পুরষ্কার পান একবার। এবার তিনি খুলনা বিভাগের সকল মাদ্রাসা প্রতিষ্ঠানের মধ্য থেকে সেরা প্রতিষ্ঠান প্রধান হিসেবে মহম্মদপুর উপজেলার সুখ্যাতি বয়ে আনেন।

বড়রিয়া এডব্লিউ ফাজিল মাদ্রাসায় অধ্যক্ষের পাশাপাশি তিনি গবেষনাসহ সামাজিক কর্মকান্ডের সহিত সম্পৃক্ত আছেন।এছাড়া তিনি মান্দারবাড়িয়া মাদিনাতুল আউলিয়া ওয়াল উলামা মাদ্রাসা,এতিমখানা,বালিকা এতিমখানা,মাদিনাতুল আউলিয়া ওয়াল উলামা ফাউন্ডেশন পরিচালনা করে আসছেন অত্যান্ত সুনামের সহিত।

শিক্ষকতার পাশাপাশি তিনি সমাজসেবা ও গবেষণায়ও সক্রিয়।

(বিএসআর/এএস/জানুয়ারি ৩০, ২০২৬)


পাঠকের মতামত:

৩০ জানুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test