E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

রাজবাড়ীতে যৌথ অভিযানে বিদেশি রিভলভার ও দেশীয় অস্ত্র উদ্ধার

২০২৬ জানুয়ারি ৩০ ১৮:১৭:১৪
রাজবাড়ীতে যৌথ অভিযানে বিদেশি রিভলভার ও দেশীয় অস্ত্র উদ্ধার

একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ী জেলার সদর উপজেলাধীন শহীদ ওহাবপুর ইউনিয়নের ধুলদী জয়পুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলভার, গোলাবারুদ, ওয়াকিটকি এবং দেশীয় অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী।

শুক্রবার (৩০ জানুয়ারি) আনুমানিক রাত ২টা থেকে ভোর ৪টা পর্যন্ত রাজবাড়ী সদর সেনা ক্যাম্পের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সাঈদ বিশ্বাসের বসতবাড়ির পাশে থাকা একটি মেহগনি বাগান থেকে অস্ত্র ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।

সেনা সূত্রে জানা যায়, উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে— একটি বিদেশি রিভালবার (মেড ইন পাকিস্তান), তিন রাউন্ড রিভালবারের গুলি, দুটি ওয়াকিটকি, দুটি ওয়াকিটকি ব্যাটারিসহ চার্জার, একটি চাকু, দুটি চাপাতি ও একটি ছুরি।

অভিযান চলাকালে কাউকে আটক করা সম্ভব হয়নি। প্রাথমিক ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত অস্ত্রগুলো কুষ্টিয়া সীমান্ত দিয়ে চোরাচালানের মাধ্যমে আনা হয়েছিল এবং হাতবদলের উদ্দেশ্যে মেহগনি বাগানে গোপনে রাখা ছিল। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত অবৈধ আগ্নেয়াস্ত্র ও অন্যান্য মালামাল রাজবাড়ী সদর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম পরিচালনা করছে।

(একে/এসপি/জানুয়ারি ৩০, ২০২৬)

পাঠকের মতামত:

৩০ জানুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test