E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

দিনাজপুরে ২ দিনব্যাপী ‘নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ’ শুরু

২০২৬ জানুয়ারি ৩১ ১৭:৫৪:৩৩
দিনাজপুরে ২ দিনব্যাপী ‘নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ’ শুরু

শাহ্‌ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুরে শুরু হয়েছে দু'দিনব্যাপী 'নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ।' আজ শনিবার সকালে দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে দু'দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ-পিআইবির প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন।

উদ্বোধনী অনুষ্ঠানে দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাদাকাত আলী খান,সাধারণ সম্পাদক মাহফুজুল হক রিপন, সহ-সভাপতি ফারুক হোসেন, দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলালসহ অন্যরা বক্তব্য রাখেন।

প্রশিক্ষণে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৫০ জন সাংবাদিক অংশ নিচ্ছেন। প্রশিক্ষণ চলবে আগামীকাল রবিবার পর্যন্ত।

(এসএস/এসপি/জানুয়ারি ৩১, ২০২৬)

পাঠকের মতামত:

৩১ জানুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test