E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নুরকে শোকজ

২০২৬ জানুয়ারি ৩১ ১৮:০৮:৪৬
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নুরকে শোকজ

সঞ্জিব দাস, গলাচিপা : গণঅধিকার পরিষদের সভাপতি ও পটুয়াখালী-৩ আসনে বিএনপি জোটের প্রার্থী নুরুল হক নুরকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শোকজ করা হয়েছে। নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির সাব্বির মো. খালিদের স্বাক্ষরিত নোটিশে এ তথ্য জানা গেছে।

নোটিশে উল্লেখ করা হয়, বিগত ২৭ জানুয়ারি অ্যাডভোকেট এনামুল হক নুরুল হক নুরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। নির্বাচনী প্রচারণায় সবসময় স্বতন্ত্র প্রার্থী মো. হাসান মামুন সম্পর্কে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন এবং বিভ্রান্তিমূলক তথ্য পরিবেশন করা হয়, যা নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা ২০২৫-এর বিধি ১৫(ক) এবং ১৬(গ) (ছ) লঙ্ঘন হয়েছে।

এতে আরও অভিযোগ করা হয়, ২৬ জানুয়ারি রাত ৮টায় স্বতন্ত্র প্রার্থী মো. হাসান মামুনের পটুয়াখালীর দশমিনা উপজেলার পাগলা বাজার সেন্টার, চরবোরহান নির্বাচনী অফিসে আপনার অনুসারী কর্মী-সমর্থকগণ ভাঙচুর করেছে এবং স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকদের আহত করা হয়েছে, যা বিধিমালার ৬(ক)-এর পরিপন্থী বলে উল্লেখ করা হয়।

নোটিশে নুরুল হক নূরকে আগামী ৩ ফেব্রুয়ারি সকাল ১১টা ৩০ মিনিটে কমিটির কার্যালয়ে সশরীরে বা প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

তবে এ ব্যাপারে নুরুল হক নুর বলেন, আমি এখনও নোটিশ হাতে পাইনি। নোটিশ না পেয়ে কিছু বলা সমীচীন হবে না।

(এসডি/এসপি/জানুয়ারি ৩১, ২০২৬)

পাঠকের মতামত:

৩১ জানুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test