E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

রাজবাড়ীতে সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ 

২০২৬ জানুয়ারি ৩১ ১৯:০১:১২
রাজবাড়ীতে সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ 

একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর কালুখালীর উপজেলার রতনদিয়া রজনীকান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা আজ শনিবার অনুষ্ঠিত হয়েছে।

কালুখালী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলার সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এবং রিটার্নিং অফিসার, সুলতানা আক্তার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মনজুর মোরশেদ, বিপিএম-সেবা, পুলিশ সুপার রাজবাড়ী; শেখ মোহাম্মদ আব্দুল জালাল, জেলা নির্বাচন অফিসার, রাজবাড়ী; শামস সাদাত মাহমুদ উল্লাহ, সহকারী কমিশনার (ভূমি), কালুখালী, মো: মোশারফ হোসেন, অফিসার ইনর্চাজ, কালুখালী, আমন্ত্রিত অতিথিবৃন্দ।

প্রধান অতিথি উক্ত প্রশিক্ষণে প্রশিক্ষণার্থীদের দ্বায়িত্ব, কর্তব্য ও নির্বাচনকালীন করণীয় ও বর্জনীয় বিষয় সম্পর্কে অবগত করেন। এছাড়া অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ একটি সুন্দর নির্বাচন নিশ্চিতকরণে আইন অনুযায়ী নিজ নিজ দায়িত্ব পালনে সচেতন থাকার আহ্বান জানান।

(একে/এসপি/জানুয়ারি ৩১, ২০২৬)

পাঠকের মতামত:

৩১ জানুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test