E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদ খানের ৭৫তম জন্মদিন কাল 

২০২৬ জানুয়ারি ৩১ ১৯:২৫:২৬
সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদ খানের ৭৫তম জন্মদিন কাল 

সালথা প্রতিনিধি : বিশিষ্ট সাংবাদিক, লেখক ও বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদ খানের ৭৫তম জন্মদিন (১ ফেব্রুয়ারি)। ১৯৫২ সালের এই দিনে তিনি ফরিদপুর জেলার সালথা উপজেলার বিভাগদী গ্রামে জন্মগ্রহণ করেন। দীর্ঘ পেশাজীবনে তিনি দেশের শীর্ষস্থানীয় বেশ কয়েকটি জাতীয় দৈনিকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

আবু সাঈদ খানের সাংবাদিকতায় হাতেখড়ি হয়েছিল মহান মুক্তিযুদ্ধ চলাকালে। সে সময় মুজিবনগর থেকে প্রকাশিত সাপ্তাহিক ‘উত্তাল পদ্মা’ পত্রিকাটি সম্পাদনা করতেন তিনি। ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন; অংশ নিয়েছেন স্বায়ত্তশাসনের আন্দোলন ও উনসত্তরের গণঅভ্যুত্থানে। সক্রিয়ভাবে অংশ নিয়েছেন ১৯৭১ সালের মুক্তিযুদ্ধেও। স্বাধীনতার পর তিনি বাম ধারার রাজনীতির সঙ্গে যুক্ত হন।

পেশাদার সাংবাদিক হিসেবে তিনি দৈনিক মানবজমিন-এর সহকারী সম্পাদক, দৈনিক সমকাল-এর ব্যবস্থাপনা সম্পাদক ও উপদেষ্টা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি প্রতিদিনের সংবাদ ও দৈনিক আমাদের সময়ের সম্পাদক ছিলেন। সাংবাদিকতার পাশাপাশি টেলিভিশন টকশোতেও তিনি একজন পরিচিত মুখ।

মুক্তিযুদ্ধ, সমাজ ও রাজনীতি নিয়ে তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা ২০টি। তাঁর উল্লেখযোগ্য বইয়ের মধ্যে রয়েছে— ‘ফিরে দেখা একাত্তর’, ‘সেনাছাউনিতে মুক্তিসংগ্রাম ও আগরতলা মামলা’, ‘মুক্তির সংগ্রামে ফরিদপুর’, ‘স্লোগানে স্লোগানে রাজনীতি, ‘উপেক্ষিত মুক্তিযুদ্ধ উপেক্ষিত জনগণ ’, ‘বোবা পাহাড়ের কান্না’ ইত্যাদি।

শিক্ষার প্রসারেও তিনি ভূমিকা রেখেছেন। নিজ গ্রামে বিভাগদী শহীদস্মৃতি মহাবিদ্যালয় নামে একটি কলেজ এবং বিভাগদী রিজিয়া রশীদ প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন তিনি। এ ছাড়া তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত রয়েছেন।

(এএন/এসপি/জানুয়ারি ৩১, ২০২৬)

পাঠকের মতামত:

৩১ জানুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test