E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কাপ্তাইয়ে ধানের শীষের গণজোয়ার

সাপছড়ি ঐতিহ্যবাহী পোশাকে দীপেন দেওয়ানকে বরণ করল তঞ্চঙ্গ্যারা

২০২৬ জানুয়ারি ৩১ ১৯:৩৫:২৯
সাপছড়ি ঐতিহ্যবাহী পোশাকে দীপেন দেওয়ানকে বরণ করল তঞ্চঙ্গ্যারা

রিপন মারমা, রাঙ্গামাটি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাঙ্গামাটি ২৯৯ সংসদীয় আসনে বইছে নির্বাচনী হাওয়া। এরই ধারাবাহিকতায় রাঙ্গামাটি কাপ্তাই উপজেলার ওয়াগ্গা সাপছড়ি এলাকায় বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ানের সমর্থনে এক বিশাল নির্বাচনী পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার ওয়াগ্গা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে ধানের শীষের পক্ষে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

এদিন পথসভাকে কেন্দ্র করে ওয়াগ্গা ও সাপছড়ি এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। স্থানীয় তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের নারী-পুরুষ তাদের নিজস্ব ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত হয়ে সারি বেঁধে দাঁড়িয়ে প্রার্থী দীপেন দেওয়ানকে ফুলেল শুভেচ্ছা জানান। পাহাড়ি জনপদে প্রার্থীর আগমনে সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা দেয়, যা একপর্যায়ে নির্বাচনী গণজোয়ারে রূপ নেয়।

পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক সিনিয়র যুগ্ম জেলা জজ ও বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট দীপেন দেওয়ান বলেন, "দেশ ও জাতির ক্রান্তিলগ্নে উন্নয়নের মূল ধারায় রাঙ্গামাটিকে ফিরিয়ে আনতে ধানের শীষের বিকল্প নেই।"

পথসভার সভাপতি অজিত কুমার তঞ্চঙ্গ্যা এলাকার ধর্মীয় ও অবকাঠামোগত উন্নয়নের বেশ কিছু দাবি উত্থাপন করলে প্রার্থী তা পূরণের জোরালো প্রতিশ্রুতি দেন। ওয়াগ্গা-সাপছড়ি বৌদ্ধবিহারের আবাসিক ভিক্ষু কক্ষ ও উপাসক-উপাসিকাদের জন্য ভবন নির্মাণ, আগুনিয়া ছড়াপাড়া বৌদ্ধবিহারের অসমাপ্ত কাজ সম্পন্ন করা, সাপছড়ি উপর পাড়া থেকে সাপছড়ি মঈন পাড়া সড়ক ও তম্বপাড়ায় ব্রিজ নির্মাণ, ঢেঁকি কাটা ছড়াপাড়া রাস্তায় ব্রিক সোলিং কাজ সম্পন্ন করা।

এসময় সাথে ছিলেন, কেন্দ্রীয় বিএনপির সহ-উপজাতি বিষয়ক সম্পাদক লে: কর্নেল (অব:) মনীষ দেওয়ান, রাঙ্গামাটি জেলা বিএনপি সভাপতি দীপন তালুকদার দিপু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন এবং নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম-আহ্বায়ক সাইফুল ইসলাম পনির।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি ডা: রহমত উল্লাহ, কাপ্তাই উপজেলা বিএনপির নির্বাচনী পরিচালনা কমিটির আহবায়ক ও উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও রাঙ্গামাটি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক দিলদার হোসেন।স্থানীয় নেতাদের মধ্যে ওয়াগ্গা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মায়ারাম তঞ্চঙ্গ্যা, যুগ্ম সাধারণ সম্পাদক চিরঞ্জিত তালুকদার, ওয়ার্ড বিএনপি'র সভাপতি দয়ারঞ্জন তঞ্চঙ্গ্যা, ইউনিয়ন যুবদল সদস্য বাবুল তঞ্চঙ্গ্যা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য অনন্ত তালুকদার, গুণোমোহন তঞ্চঙ্গ্যা, সুশীল চন্দ্র তালুকদার, আশীষ কুমার তঞ্চঙ্গ্যা উপজেলা প্রজন্ম দলের সাধারণ সম্পাদক পণো ধন তঞ্চঙ্গ্যাসহ দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পথসভা শেষে নেতৃবৃন্দ সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে লিফলেট বিতরণ করেন। বক্তারা বলেন, এলাকার দীর্ঘদিনের বঞ্চনা ও অবহেলা দূর করতে অ্যাডভোকেট দীপেন দেওয়ানকে জয়যুক্ত করা এখন সময়ের দাবি। তারা আগামী নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
পরবর্তীতে তারা নোয়াপাড়া, বরইছড়ি এবং কেপিএম এলাকার বিভিন্ন স্থানে পথসভা ও গণসংযোগ চালিয়ে যান।

(আরএম/এসপি/জানুয়ারি ৩১, ২০২৬)

পাঠকের মতামত:

৩১ জানুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test