E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নওয়াবেঁকী-পদ্মপুকুরে ব্রিজ নির্মাণের প্রতিশ্রুতি ড. মনিরুজ্জামানের

২০২৬ জানুয়ারি ৩১ ১৯:৫১:২৪
নওয়াবেঁকী-পদ্মপুকুরে ব্রিজ নির্মাণের প্রতিশ্রুতি ড. মনিরুজ্জামানের

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : খোলপেটুয়া নদীর ওপর নওয়াবেঁকী থেকে পদ্মপুকুর সংযোগকারী একটি সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন ড. মনিরুজ্জামান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মনোনীত প্রার্থী ড. মনিরুজ্জামান আজ শনিবার বিকালে উপজেলার আটুলিয়া ইউনিয়ন পরিষদের মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় একথা বলেন।

আটুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল কালাম মোড়ল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি’র মনোনীত প্রার্থী ড. মনিরুজ্জামান।

জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ড. মোঃ মনিরুজ্জামান বলেন, আগামী ১২ তারিখে আপনাদের ভোটে নির্বাচিত হলে। নওয়াবেঁকী থেকে পদ্মপুকুর পাখিমার নদীতে ব্রিজ নির্মাণ করা হবে। এবং দ্বীপ ইউনিয়ন গাবুরাতে ২৫ সজ্জা বিশিষ্ট হাসপাতাল নির্মাণ সহ বুড়িগোয়ালিনী, মুন্সিগঞ্জ ও কৈখালী ইউনিয়নের অসহায় মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিতের লক্ষ্যে কাজ করবো। গ্রামীণ অবহেলিত নারীদের স্বচ্চলতা ফেরাতে ফ্যামিলি কার্ড ও অন্যান্য সুবিধা অগ্রাধিকার ভিত্তিতে বিতরণ নিশ্চিত করবো। আমার নির্বাচনী এলাকায় কোনো অসহায় ব্যক্তি নির্যাতিত হতে দিবো না। আমি সবসময়ই নির্যাতিত মানুষের পক্ষে থাকবো। বেকার শিক্ষিত যুবকদের ভাতার ব্যাবস্থা করবো।

এসময় জনসভায় সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য মাষ্টার আব্দুল ওয়াহেদ, জেলা বিএনপির সদস্য সুলাইমান কবির, কৃষকদল কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক আব্দুস সালাম খান, পৌর বিএনপির সাবেক আহবায়ক লিয়াকত আলী বাবু, ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাদেকুর রহমান সাদেক, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক নুরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম আলমগীরসহ শ্যামনগর উপজেলা বিএনপি, যুবদল, কৃষক দল, সেচ্চাসেবক দল, শ্রমিক দল, তাঁতীদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহোযোগী সংগঠনের নেতা কর্মী ও সামার্থকরা উপস্থিত ছিলেন।

(আরকে/এসপি/জানুয়ারি ৩১, ২০২৬)

পাঠকের মতামত:

৩১ জানুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test