E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

সিরাজগঞ্জে ওয়ার্ড যুবলীগ নেতাকে কুপিয়ে জখম

২০১৫ জানুয়ারি ০১ ১৭:০১:৩২
সিরাজগঞ্জে ওয়ার্ড যুবলীগ নেতাকে কুপিয়ে জখম

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ পৌর এলাকার রানিগ্রামে গোলাম মোস্তফা (৩৬) নামে এক যুবলীগ নেতাকে কুপিয়ে গুরুতরভাবে জখম করেছে বিএনপি ও জামায়াত-শিবিরের নেতা-কর্মিরা। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে এই ঘটনাটি ঘটে।

আহত গোলাম মোস্তফা সিরাজগঞ্জ পৌর এলাকার ৭ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি।

পুলিশ ও স্থানীয়সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে সিরাজগঞ্জ পৌর এলাকার রানিগ্রাম মহল্লার একটি চায়ের দোকানে বসে স্থানীয় কিছু লোকজনের সাথে জামায়াতের ডাকা টানা ৪৮ ঘন্টার হরতালের যৌক্তিকতা নিয়ে আলোচনা করছিল ৭ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি গোলাম মোস্তফা। আলোচনার এক পর্যায়ে সেখানে উপস্থিত স্থানীয় বিএনপি ও জামায়াত-শিবিরের কিছু নেতা-কর্মির সাথে তার বাক-বিতন্ডা শুরু হয়।

এক পর্যায়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতরভাবে জখম করে বিএনপি ও জামায়াত-শিবির নেতা-কর্মিরা। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এদিকে আহত যুবলীগ নেতার অবস্থা আশংকাজনক উল্লেখ করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. রোকন উদ্দিন জানান, তার মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে একাধিক আঘাত রয়েছে।

(এসএস/এএস/জানুয়ারি ০১, ২০১৫)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test