E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

সুন্দরবনে মুক্তিপণের দাবীতে ৪০ জেলে অপহৃত

২০১৫ জানুয়ারি ০১ ২০:১৭:১৪
সুন্দরবনে মুক্তিপণের দাবীতে ৪০ জেলে অপহৃত

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের পূর্ব সুন্দরবনের শণরখোলা রেঞ্জের চান্দেশর ও কাতলা এলাকায় সশস্ত্র বনদস্যুরা মুক্তিপনের দাবীতে ৪০ জেলেকে অপহরণ করেছে। বনদস্যু রুস্তুম ও পানিরাজা বাহিনীর সদস্যরা যৌথভাবে বৃহস্পতিবার ভোর মাছ ধরা ট্রলারে হামলা চালিয়ে এসব জেলেদের অপহরণ করে সুন্দরবনের গহীণ অরণ্যে আটকে রেখেছে। জেলেরা বঙ্গোপসাগর থেকে মাছ আহরণ করে যখন সুন্দরবন উপকুলে আশ্রায় নেয় তখন ট্রলারে হামলা চালিয়ে জেলেদের অপহরণ ও মালামাল লুটে নেয় বনদস্যুরা।

বৃহস্পতিবার বিকেলে বাগেরহাটের শরনখোলা উপজেলা জেলে সমিতির সভাপতি দুলাল ফরাজী মুঠোফোনে এতথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সমুদ্রে মাছ আহরণ করে পূর্ব সুন্দরবনের শরনখোলা রেঞ্জের চান্দেশর ও কাতলা এলাকায় আশ্রায় নেয় জেলেরা। এসময় সশস্ত্র বনদস্যুরা মুক্তিপনের দাবীতে প্রত্যেক ট্রলার থেকে একজন করে ৪০টি ট্রলার থেকে একজন করে ৪০ জেলেকে অপহরণ করে নিয়ে যায়। অপহৃত জেলেদের বাড়ি বাগেরহাট, খুলনা ও পিরোজপুর চরদুয়ানীসহ বিভিন্ন এলাকায় বলে জানাগেছে।

পূর্ব সুন্দরবন বিভাগের শরনখোলা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) কামাল উদ্দিন জানান, জেলেদের অপহরণের বিষয়টি তিনি শুনেছেন। খোঁজ-খবর নেয়ার পর বিষয়টি কোস্টগার্ডকে জানান হয়েছে। সুন্দরবনে বর্তমানে শুটকি আহরন মৌসুম চলছে। দুবলাচরসহ ১১টি শুটকী পল্লীতে বর্তমানে শুটকী আহরণে ২৫ হাজারের অধিক জেলে রয়েছে। বর্তমানে তাদের সারাক্ষণ সশস্ত্র দস্যুদের হামলার আতঙ্কে উদ্বিগ্ন থাকতে হচ্ছে।

(একে/পি/জানুয়ারি ০১, ২০১৪)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test