E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

সকল স্বাধীনতার শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান

২০১৫ জানুয়ারি ০৫ ১২:৪২:১০
সকল স্বাধীনতার শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান

দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি : স্বাধীনতা সংগ্রামে কমিউনিষ্টরা যখন সক্রিয়ভাবে দাঁড়িয়েছিল তখনই সাম্প্রদায়িক শক্তির পরাজয় হয়েছিল। এখন ও এই স্বাধীন দেশে মৌলবাদ সক্রিয় রয়েছে। দেশ এখনো মৌলবাদী অপশক্তির হাত থেকে মুক্ত হয়নি। এই মৌলবাদী অপশক্তির হাত থেকে বাংলাদেশকে মুক্ত করতে হলে সকল স্বাধীনতার পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।

রবিবার সন্ধ্যায় নেত্রকোণার দুর্গাপুরে কমরেড মনিসিংহ মেলার ৫ম দিনে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব রুহুল আমীন চুন্নুর সভাপতিত্বে ‘নতুন প্রজন্মের চোখে কমরেড মণি সিংহ’ বিষয়ের উপর আলোচনা সভায় অংশ নেন প্রবীণ রাজনীতিবীদ মেলা কমিটির আহ্বায়ক দুর্গাপ্রসাদ তেওয়ারী, কমরেড মণি সিংহের একমাত্র সন্তান সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য ডাঃ দিবালোক সিংহ,যুব ইউনিয়নের কেন্দ্রিয় কমিটির সভাপতি আব্দুল্লাহ্ আল কাফি রতন, ছাত্র ইউনিয়নের কেন্দ্রিয় কমিটির সভাপতি হাসান তারেক, ডেপুটি কমান্ডার মোঃ সোহরাব হোসেন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন আল আজাদ,আয়কর উপদেষ্টা অজয় সাহা প্রমুখ।

উপজেলার ৬০ জন বীর মুক্তিযোদ্ধাদের মেলা কমিটির পক্ষ থেকে সম্বর্ধনা দেওয়া হয়। সম্বর্ধনা শেষে দুর্গাপুরের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীদের আয়োজনে সংগীত পরিবেশিত হয়েছে।

(এনএস/এটিআর/জানুয়ারি ০৫, ২০১৫)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test