E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

সুন্দরবনে র‍্যাবের সাথে বন্দুকযুদ্ধে নিহত ২

২০১৫ জানুয়ারি ০৯ ১১:১২:০৪
সুন্দরবনে র‍্যাবের সাথে বন্দুকযুদ্ধে নিহত ২

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের মরা পশুর নদীর সীমানা খালে র‌্যাবের সাথে বন্দুক যুদ্ধে বনদস্যু দারোগা বাহিনীর সেকেন্ড ইন কমান্ড ছগীর হাওলাদার (৩২) ও তার বাহিনীর অপর এক সহযোগি (২৮) নিহত হয়েছে।

শুক্রবার সকাল ৬টা থেকে ঘন্টাব্যাপী চলা এই বন্দুকযুদ্ধে নিহত অপর বনদস্যুর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। পরে ঘটনাস্থলে তল্লাশী চালিয়ে র‌্যাব সদস্যরা দেশী-বিদেশী ১২টি আগ্নেয়াস্ত্র ও ৫০ রাউন্ড বিভিন্ন প্রকার গুলি উদ্ধার করেছে।

র‌্যাব-৮ এর অধিনায়ক লেফ্টেন্যান্ট কর্নেল ফরিদুল আলম এ বন্দুকযুদ্ধের ঘটনা নিশ্চিত করে জানান, বনদস্যু দারোগা বাহিনীর সদস্যরা বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের চাদঁপাই রেঞ্জের মরাপশুর নদীর সীমানা খালে অবস্থান নিয়েছে এমন নিশ্চিত খবর পায় র‌্যাব। এখবরের ভিত্তিতে তারা বৃহস্পতিবার বিকালে ওই এলাকায় যায়। রাতে মাইকে দরোগা বাহিনীকে আত্মসমর্পনের আহবান জানানো হয়। বনদস্যুরা আত্মসমর্পনের আহবানে সাড়া না দিলে শুক্রবার সকালে র‌্যাব তাদের ধরতে অভিযানে নামে। অভিযান চলাকালে সকাল ৬টায় র‌্যাবকে লক্ষ্য করে প্রথমে বনদস্যু দারোগা বাহিনীর সদস্যরা গুলিবর্ষন করতে থাকে। র‌্যাবও পাল্টা গুলি চালায় । ১ ঘন্টা বন্দুক যুদ্ধের পর বনদস্যু দারোগা বাহিনীর সদস্যরা রণে ভঙ্গ দিয়ে সুন্দরবনের গহীন অরন্যে পালিয়ে যায়। পরে র‌্যাব ঘটনাস্থলে তল্লাসী চালিয়ে বনদস্যুদের দুটি মৃতদেহ, দেশী-বিদেশী ১২টি আগ্নেয়াস্ত্র ও বিভিন্ন প্রকার ৫০ রাউন্ড তাজা গুলি উদ্ধার করে। উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে সাতটি একনলা বন্দুক, চারটি ওয়ান সুটারগান এবং একটি নাইন এমএম পিস্তল। পরে সুন্দরবনের জেলে-বনজীবীরা দু’টি লাশের মধ্যে একটি বনদস্যু দারোগা বাহিনীর সেকেন্ড ইন কমান্ড ছগীর হাওলাদারের লাশ বলে শনাক্ত করে। লাশ দু’টি মংলা থানায় নিয়ে আসা হয়েছে।

এর আগে গত ১১ নভেম্বর সুন্দরবনে কথিত বন্দুকযুদ্ধে ওই বাহিনীর প্রধান এনামুল হাওলাদার নিহত হন। তারপর থেকে সগীর বাহিনীটির নেতৃত্ব দিচ্ছিলেন বলে আইনশৃঙ্খলা বাহিনী জানায়।

গত ৫ অক্টোবর সুন্দরবনের পূর্ব বিভাগের মৃগমারী খাল এলাকায় পুলিশের সঙ্গে দুই দফা ‘বন্দুকযুদ্ধে’ ১৩ জন নিহত হন, যারা ডাকাত দলের সদস্য বলে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়।

(একে/অ/জানুয়ারি ০৯, ২০১৫)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test