E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজের একাডেমিক কার্যক্রমের  উদ্বোধন

২০১৫ জানুয়ারি ১০ ১৫:০৫:৩৭
শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজের একাডেমিক কার্যক্রমের  উদ্বোধন

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের একাডেমিক কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

শনিবার সকালে সেবা ইনষ্টিটিউট প্রাঙ্গনে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা থেকে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজের একাডেমিক কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।

এই সময় ভিডিও কনফারেন্স প্রধানমন্ত্রীর প্রধান মন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম এবং সিরাজগঞ্জ সদর-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না প্রধানমন্ত্রীর সাথে কথা বলেন এবং শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

অনুষ্ঠানে সিরাজগঞ্জ-পাবনা সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা বেগম সপ্না, জেলা প্রশাসক মোঃ বিল্লাল হোসেন, পুলিশ সুপার এস এম এমরান হোসেন, জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস, সাধারন সম্পাদক আবু মোহাম্মদ গোলাম কিবরিয়া, সিভিল সার্জন ডাঃ মোঃ শামসুদ্দিন সহ আওয়ামীলীগের নের্তৃবৃন্দ, চিকিৎসক, সাংবাদিক, মেডিকেল কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে শহরে একটি আনন্দ মিছিল বের করা হয়।




(ওএস/এসসি/ জানুয়ারি ১০,২০১৫)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test