E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

নওগাঁর রানীনগরে ভটভটি উল্টে ধানব্যবসায়ী নিহত

২০১৫ জানুয়ারি ১৪ ২০:৩৫:৪৮
নওগাঁর রানীনগরে ভটভটি উল্টে ধানব্যবসায়ী নিহত

নওগাঁ প্রতিনিধি : বুধবার দুপুরে নওগাঁর রানীনগর উপজেলার রানীনগর-আবাদ পুকুর সড়কে ভটভটি উল্টে ছহিম উদ্দিন আকন্দ (৪৫) নামে এক ধান ব্যবসায়ী নিহত হয়েছে। ওই দুর্ঘটনায় আহত হয়েছে ভটভটির আরো ২ যাত্রী। দুপুর ১২টার দিকে ওই দুর্ঘটনাটি ঘটে। নিহত ছহিম উদ্দিন রানীনগর উপজেলার দক্ষিন রাজাপুর গ্রামের বসির উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এ দিন ছহিম উদ্দিন ধান কেনার জন্য ভটভটি যোগে আবাদপুকুর হাটে যাচ্ছিলেন। পথিমধ্যে ভঠভটিটি ছয়বাড়িয়া ব্রীজে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে য়ায়। ঘটনাস্থলেই ছহিম উদ্দিন নিহত হন। আহতদেও উদ্ধার করে রানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। রনীনগন থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ মাসউদ চৌধুরী সাংবাদিকদের জানান, খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেছে।

(বিএম/পি/জানুয়ারি ১৪, ২০১৫)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test