E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

গাজীপুরে দুটি ট্রলারের সংঘর্ষে নিহত ২, নিখোঁজ ২০

২০১৫ জানুয়ারি ২৩ ১৫:৪৩:৪১
গাজীপুরে দুটি ট্রলারের সংঘর্ষে নিহত ২, নিখোঁজ ২০

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে নান্দিয়াসাঙ্গুন এলাকায় ব্রহ্মপুত্র ও শীতলক্ষ্যা নদীর মোহনায় দুটি ট্রলারের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও কমপক্ষে ২০ যাত্রী নিখোঁজ রয়েছেন।

শুক্রবার দুপুর একটার দিকে এ দুর্ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্র জানায়, কাপাসিয়ার টোকচাঁনপুর থেকে বরমীগামী যাত্রীবাহী ট্রলারের সঙ্গে বিপরীত দিক থেকে ছেড়ে আসা ত্রিমোহনীগামী যাত্রীবাহী অপর একটি ট্রলারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে এক ট্রলারের মাঝিসহ দু’জন নিহত হয়।

এ ছাড়া সংঘর্ষে দুই ট্রলারের কমপক্ষে ২০ জন যাত্রী নিখোঁজ রয়েছেন। স্থানীয়রা নিখোঁজ যাত্রীদের উদ্ধারের চেষ্টা করছেন বলে জানা গেছে।

নিহত দু’জন হলেন- ট্রলারের চালক আব্দুর রহিমের (৩০) নাম জানা গেছে। তার বাড়ি ময়মনসিংহ জেলার পাগলা থানার সুতারচাপর গ্রামে। অপরজন রহিমা খাতুন (৪২)। তিনি পাগলা থানার তল্লী পশ্চিম পাড়া গ্রামের রহিম উদ্দিনের স্ত্রী।

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসীনুল কাদের জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কতজন মারা গেছেন, এখনো তা নিশ্চিত নয়। তবে দু’জন মারা গেছেন বলে জানা গেছে।

(এসএএস/এএস/জানুয়ারি ২৩, ২০১৫)

পাঠকের মতামত:

১৪ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test