E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মাদারীপুরে টেন্ডার অফিসে হামলা, আহত ১

২০১৫ জানুয়ারি ২৫ ১৭:৫৯:৩১
মাদারীপুরে টেন্ডার অফিসে হামলা, আহত ১

মাদারীপুর প্রতিনিধি : ১ কোটি ৩০ লাখ টাকার নির্মাণ কাজ না পেয়ে মাদারীপুর সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় হামলা করে ভাঙচুর ও অফিস সহকারীকে মারধর করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে রবিবার সকাল ১১টার দিকে। এই ঘটনায় অফিস সহকারী বজলুর রহমানকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।

মাদারীপুর সদর উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, মাদারীপুর সদর উপজেলার ত্রাণ শাখার ১ কোটি ৩০ লাখ টাকার ৬টি সেতু-কালভার্ট নির্মাণ কাজের জন্য টেন্ডার আহবান করা হয়। এই কাজে এ.এ. ইন্টারন্যাশনাল নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। কিন্তু তাদের কাগজপত্র সঠিক না থাকায় বাদ পড়ে যায়। এতে ক্ষিপ্ত হয়ে উচ্ছাস ও রাসেল নামের দুই যুবক অফিসে হামলা করে অফিস সহকারীকে মারধর করে। অফিসের ফাইলপত্র ফেলে দেয়।

উচ্ছাস সদর উপজেলার কুলপদ্বি এলাকার করিম মাতুব্বরের ছেলে ও রাসেল একই এলাকার বাদল মাতুব্বরের ছেলে।


অফিস সহকারী মোহাম্মদ আলি জানান, ‘রবিবার সকালে আমরা অফিসে আসলে স্থানীয় উচ্ছাস ও রাসেল নামে দুই যুবক এসে আমাদের হেডকেলার্ক বজলুর রহমানকে মারধর করে। এতে সে আহত হলে তাকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

মাদারীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমদাদুল হক মিয়া জানান, ‘এই ঘটনায় এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে।’

মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিবুল আহসান জানান, ‘গত ২০ জানুয়ারি উপজেলা চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও বিভিন্ন ঠিকাদারদের উপস্থিতিতে লটারীর মাধ্যমে অন্য ঠিকাদার কাজ পায়। তাদের কাগজপত্র সঠিক না থাকায় বাদ পড়ে যায়। এতে তারা ক্ষিপ্ত হয়ে হামলা করে। এঘটনা মামলা প্রক্রিয়াধীন।’

(এএসএ/এএস/জানুয়ারি ২৫, ২০১৫)

পাঠকের মতামত:

০১ নভেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test