E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

বগুড়ার পৃথক ঘটনায় নিহত ২

২০১৫ জানুয়ারি ৩১ ১৯:২৩:৫০
বগুড়ার পৃথক ঘটনায় নিহত ২

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় পৃথক ঘটনায় ২ জন নিহত হয়েছে। জেলার সোনাতলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কৃষক আব্দুল মান্নান (৪২) নিহত হয়েছে। নিহত মান্নান সারিয়াকান্দি উপজেলার গণকপাড়া গ্রামের মৃত তোরাব আলীর পুত্র।

জানা যায়, শুক্রবার রাতে ৯টায় সোনাতলা উপজেলার করমজা হাট থেকে বাজার নিয়ে সীমান্তবর্তী নিজ বাড়ি সারিয়াকান্দি উপজেলার গণকপাড়ায় ফিরছিলেন। পথে সোনাতলা উপজেলার শেখাহাতি স্কুলের সামনে পৌঁছিলে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। বগুড়ার সোনাতলা থানার উপ পরিদর্শক সুশান্ত কুমার রায় জানান, হত্যাকান্ডের ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে।অপরদিকে বগুড়ার শিবগঞ্জে ছিনতাইকারিরা চালককে হত্যা করে সিএনজি চালিত অটোরিকশা ছিনতাই করেছে। বগুড়ার শিবগঞ্জ থানার এসআই ফিরোজ সরকার জানান, শনিবার সকালে উপজেলার বেতগাড়ি মীর শাহে আলম উচ্চ বিদ্যালয়ের পাশের একটি ড্রেন থেকে আমির আলী (৩০) নামের এক সিএনজিচালিত আটোরিকশা চালকের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তিনি মোকামতলা ইউনিয়নের অভিরামপুর গ্রামের জেলাল মন্ডলের ছেলে। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।নিহতের বড় ভাই মোফা মন্ডল জানান, শুক্রবার সকালে আমীর আলী অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। তার লাশ পাওয়া গেলেও অটোরিকশাটি পাওয়া যায়নি। বগুড়ার শিবগঞ্জ থানার ওসি আহসান হাবীব জানান, প্রাথমিক তদন্তে ধারনা করা হচ্ছে দুর্বৃত্তরা আমীর আলীকে হত্যার পর তার অটোরিকশাটি নিয়ে গেছে।

(এএসবি/পি/জানুয়ারি ৩১, ২০১৫)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test