E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

যশোরে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে কলেজ ছাত্র নিহত, আহত ১

২০১৫ ফেব্রুয়ারি ১৮ ১৮:৩৭:৩১
যশোরে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে কলেজ ছাত্র নিহত, আহত ১

যশোর প্রতিনিধি : যশোরে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে এক কলেজ ছাত্র নিহত ও অপর এক ছাত্র আহত হয়েছে। নিহত লোকনাথ দেব (১৮) যশোর ডা. আব্দুর রাজ্জাক কলেজের অনার্স বাণিজ্য বিভাগের প্রথম বর্ষের ছাত্র ও শহরের চারখাম্বা এলাকার কানাইলাল দেবের ছেলে। আহত লিমু জামান (১৮) বিসিএমসি কলেজের দ্বিতীয় সেমিস্টারের ছাত্র ও হুশতলা এলাকার গোলাম মাওলার ছেলে। বুধবার দুপুরে আব্দুর রাজ্জাক কলেজের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুরে লোকনাথ দেব ও তার বন্ধু লিমু জামান কলেজের সামনে অবস্থান করছিলেন। এ সময় একটি মেযেলি ঘটনায় স্থানীয় মিশনপাড়ার অনি ও খড়কী এলাকার অনিকসহ একদল সন্ত্রাসীর সাথে তাদের কথা কাটাকাটি হয়। এর জের ধরে সন্ত্রাসীরা উপর্যুপরি ছুরিকাঘাত করলে লোকনাথ দেব নিহত ও লিমু আহত হয়। নিহত লোকনাথ দেবের লাশ যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। আহত লিমুকে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। যশোর পুলিশের মুখপাত্র এএসপি রেশমা শারমিন জানিয়েছেন, পূর্ব বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। তবে এখনও কারণ উদঘাটন কিম্বা কাউকে আটক করা সম্ভব হয়নি। তদন্ত চলছে হত্যাকান্ডের ঘটনা উৎঘাটনের জন্য।

(জেকেএম/এএস/ফেব্রুয়ারি ১৮, ২০১৫)

পাঠকের মতামত:

০৯ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test