E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

নওগাঁয়  বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা জ্ঞাপন

২০১৫ মার্চ ১৬ ১৫:২৬:০৬
নওগাঁয়  বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা জ্ঞাপন

নওগাঁ প্রতিনিধি : সোমবার বেলা ১১টায় শহরের পার-নওগাঁ যমুনা প্রি-ক্যাডেট স্কুলে ৫ম শ্রেনীতে বৃত্তিপ্রাপ্ত মেধাবী দুই ছাত্রীকে সংবর্ধনা দেয়া হয়েছে।

স্কুল চত্বরে আয়োজিত এই সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন, স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ আব্দুল আজিজ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নওগাঁ জেলা স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বিশিষ্ট শিক্ষাবিদ বীর মক্তিযোদ্ধা বাবু শক্তিপদ চৌধুরী। সভার শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত ও পবিত্র গীতাপাঠ করে স্কুলের দুই শিশু শিক্ষার্থী যথাক্রমে তাসমিম আরা তামান্না ও শিবাশীষ সরকার পার্থ। সভায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী নাজিয়া পারভীন তামান্না ও আরিফা আক্তার আন্নিকে ফুলেল শুভেচ্ছা জানান প্রধান অতিথি। সভায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন, পার-নওগাঁ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আফাজ উদ্দিন, ডা. আসাদুল হক, ডা. মিলন হোসেন, ডা. মোস্তাক আহম্মেদ ও যমুনা প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ মোঃ মোনায়েম হোসাইন

(বিএম/পিবি/মার্চ ১৬,২০১৫)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test