E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

বরিশালে ইলিশের দাম আকাশ ছোঁয়া

২০১৫ এপ্রিল ০৩ ১৪:১৭:৩৫
বরিশালে ইলিশের দাম আকাশ ছোঁয়া

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : দরজায় কড়া নাড়ছে বৈশাখ। আবহমানকাল ধরে বাংলায় ঘটা করেই উদযাপন করা হয় পহেলা বৈশাখ। পহেলা বৈশাখ উদযাপনের এখন অন্যতম ঐতিহ্য হচ্ছে পান্তা-ইলিশ। ফলে পহেলা বৈশাখকে ঘিরে ইলিশের অভয়ারন্য বলে খ্যাত দক্ষিণাঞ্চলের ইলিশ মোকামগুলোতে ইলিশের আকাল দেখা দিয়েছে। খুচরা বাজারে যাও পাওয়া যাচ্ছে তার দাম হাকানো হচ্ছে আকাশ ছোঁয়া।

বিভিন্ন ইলিশের মোকাম ঘুরে দেখা গেছে, ক্রেতারা ইলিশ মোকামে ঘুরে বেড়ালেও মোকামের মালিকরা ইলিশ না থাকায় অলস সময় কাটাচ্ছেন। বাধ্য হয়ে শৌখিন ইলিশ ক্রেতারা খুচরা বাজারের দোকানগুলোতে ভিড় জমাচ্ছেন। নগরীর কয়েকটি মাছের বাজার ঘুরে দেখা গেছে, পহেলা বৈশাখকে সামনে রেখে ইলিশের প্রতি বাঙালির অমোঘ আকর্ষণের সুযোগ নিতে একটুও কালক্ষেপণ করেননি সুযোগ সন্ধানী মাছ ব্যবসায়ীরা। গত কয়েকদিনের ব্যবধানে শুধু পহেলা বৈশাখকে সামনে রেখে এখানে লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করেছে ইলিশের দাম। ক্ষেত্র ভেদে ইলিশ মাছের দাম বেড়েছে কয়েকগুণ। নগরীর প্রধান কাঁচা বাজার পোর্ট রোডে প্রতি জোরা ইলিশ (মধ্যম সাইজের) বিক্রি হতে দেখা গেছে ৩ হাজার টাকায়।

ইলিশ বিক্রেতা আব্দুল গণি বলেন, বছরের অন্যান্য দিনে ইলিশ মাছ খাওয়া হোক কিংবা নাই হোক, পহেলা বৈশাখের দিন সকালে এক টুকরো ইলিশ মাছ চাই-ই চাই। আব্দুল গণির মতো পহেলা বৈশাখের দিন সকালে পান্তা ভাতের সাথে এক টুকরো ইলিশ পেতে সৌখিন ক্রেতারাও চড়ামূল্যে ইলিশ ক্রয় করে নিচ্ছেন। ইলিশ মাছ বিক্রেতারা জানিয়েছেন. শুধুমাত্র পহেলা বৈশাখের কারণেই ইলিশের দাম আরো বাড়তে পারে। শৌখিন ইলিশ ক্রেতা সুশান্ত বালা বলেন, পরিবারের চাহিদা অনুযায়ী পহেলা বৈশাখের দিন সকালে ইলিশ মাছের চাহিদা মেটাতে আমি ছোট আকারের এক হালি ইলিশ মাছ এক হাজার টাকায় ক্রয় করেছি। যার পূর্বের মূল্য ছিলো মাত্র ৫’শ টাকা। তিনি আরো জানান, এরমূল্য পহেলা বৈশাখের দু’দিন আগ থেকে আরো বৃদ্ধি পাওয়ার আশংকায় তিনি এখনই ইলিশ মাছ ক্রয় করে রেখেছেন।

পোর্ট রোডের ইলিশ মোকামের স্বত্তাধীকারি আলী আকবর বলেন, পহেলা বৈশাখ উপলক্ষে যে পরিমান ইলিশ মাছের চাহিদা রয়েছে তা জেলেরা নদী থেকে ধরতে পারছেন না। তাই এবছর ইলিশের দামও একটু চড়া। অপর একটি সূত্রে জানা গেছে, নদী থেকে জেলেরা ঝাঁকে ঝাঁকে ইলিশ মাছ ধরলেও সব মাছ মোকামে আনেন না। নদী থেকেই একটি চক্রের মাধ্যমে মোকামের চেয়ে বেশিমূল্যে ওই মাছ ভারতে পাচার করার জন্য বিক্রি করে দিচ্ছেন। তাই দক্ষিণাঞ্চলের ইলিশের মোকামগুলোতে ইলিশের আকাল দেখা দিয়েছে।

(টিবি/এএস/এপ্রিল ০৩, ২০১৫)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test