E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

আত্রাইয়ে পাইপগান ও ভারতীয় পটকা উদ্ধার

২০১৫ এপ্রিল ২৪ ১৮:২০:৪১
আত্রাইয়ে পাইপগান ও ভারতীয় পটকা উদ্ধার

নওগাঁ প্রতিনিধি : শুক্রবার বিকেল ৩টায় নওগাঁর আত্রাই উপজেলার হিঙ্গলকান্দি গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় ১টি দেশি  তৈরি পাইপগান, ১টি হাসুয়া (আনুমানিক ৫০ইঞ্চি লম্বা) ও ভারতীয় ৪ টি পটকা উদ্ধার করেছে পুলিশ।

আত্রাই থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আত্রাই থানা পুলিশ উপজেলার হিঙ্গলকান্দি গ্রামের মৃত ইব্রাহিম উদ্দিনের পুত্র নাছির উদ্দিন ইলেকট্রন (৩৫)এর বাড়ির খড়ের গাদার ভিতর লুকানো অবস্থায় এগুলো উদ্ধার করে। উদ্ধারকৃত অস্ত্রগুলো আত্রাই থানায় জমা করা হয়েছে। এ ব্যাপারে আত্রাই থানার মামলা হয়েছে।

(বিএম/এএস/এপ্রিল ২৪, ২০১৫)

পাঠকের মতামত:

০১ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test