E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

ঈশ্বরদীর রেল ষ্টেশন পরিদর্শনে মহাপরিদর্শক

২০১৫ মে ০৬ ১৪:৫৯:৩৩
ঈশ্বরদীর রেল ষ্টেশন পরিদর্শনে মহাপরিদর্শক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি :  শেষ পর্যন্ত বুধবার সকালে সঠিক সময়েই এলেন রেলের বড় কর্মকর্তা বাংলাদেশ সরকারের মহাপরিদর্শক (জিআইবিআর) এ কে এম আক্তরুজ্জামান। তাঁর আগমনকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে ঘুম, খাওয়া-দাওয়া মাথায় উঠেছিল পাকশী বিভাগীয় রেলওয়ে কর্মকর্তা-কর্মচারীদের।

পরিদর্শনের তালিকাভূক্ত ৫টি ষ্টেশন ধুয়ে মূছে পরিস্কার-পরিচ্ছন্ন , রং করাসহ আরো অনেক কাজ করায় এখন ষ্টেশনগুলোর চেহারাই বদলে গেছে। ইতিমধ্যেই উচ্ছেদ করা হযেছে ঈশ্বরদীর ৩০টি সহ জামতৈল ষ্টেশন পর্যন্ত ২৬০টি অবৈধ ছোট-বড় স্থাপনা। যা প্রতিনিয়ত যাত্রীসহ সাধারণ মানুষের চলাচলে ব্যাঘাত সৃষ্টি করছিল। তবে, আগেও এসব স্থাপনা উচ্ছেদ করা হলেও কর্তা চলে গেলেই আবার আগের অবস্থা সৃষ্ঠি হয়েছে। এবারেও সাধারণ মানুষ দেখার অপেক্ষায় আছে কি হয়। তকতক করছিল বৃহত্তম ঈশ্বরদী ষ্টেশন। ষ্টেশনে সুন্দর চেয়ার বসানো হয়েছে। এরমধ্যে জরুরী ভিত্তিতে টেন্ডার ছাড়াই প্রায় ১৫ লাখ টাকার কাজও করা হযেছে।
সকাল নয়টায় মহাপরিদর্শক (জিআইবিআর) এ কে এম আক্তরুজ্জামান পশ্চিমাঞ্চল রেলের বৃহত্তম ঈশ্বরদী জংশন ষ্টেশন আসলে সকল আন্তঃনগর ট্রেনের আসন ও কোচ সংখ্যা বাড়ানো, ষ্টেশনের আধুনিকায়ন (রি-মডেলিং) এবং ঢাকা-কলকাতাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেনে যাত্রী উঠা-নামার দাবি উঠে। জিআইবিআর এসময় ঈশ্বরদী জংশন ষ্টেশনে রাজশাহী-গোয়ালন্দগামী মধুমতি আন্তঃনগর ট্রেন পরিদর্শন করেন। তিনি ষ্টেশনের যাত্রী বিশ্রামাগার, রেল লাইন, প্লাাটফর্মের যাত্রীদের বিদ্যমান সুযোগ-সুবিধা সম্পর্কে খোঁজ-খবর নেন্। পরিদর্শন শেষে সৌজন্য সাক্ষাতের সময় স্থানীয় সাংবাদিকরা যাত্রীদের সেবার মান বৃদ্ধি, ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের আসন সংখ্যা বৃদ্ধি এবং ঈশ্বরদীতে মৈত্রী এক্সপ্রেস ট্রেনে যাত্রী উঠানামার ব্যবস্থার জন্য এলাকাবাসীর দাবির বিষয়টি উত্থাপন করেন। তিনি সমস্যা ও দাবিগুলো লিপিবদ্ধ করে জানান, সরকারের নীতি নির্ধারণী মহলে বিষয়টি গুরুত্ব সহকারে উপস্থাপন করা হবে। এসময় উপস্থিত ছিলেন, পাকশী বিভাগীয় রেলওয়ে ম্যানেজার আফজাল হোসেন, বিভাগীয় প্রকৌশলী-২ মনিরুল ইসলাম ফিরোজী, বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (লোকো) এবিএম কামরুজ্জামানসহ সকল কর্মকর্তা উপস্থিত ছিলেন।
ঈশ্বরদী ষ্টেশন পরিদর্শন শেষে তিনি মূলাডুলি, চাটমোহর, লাহিড়ী মোহনপুর, উল্লাপাড়া ও জামতৈল ষ্টেশনগুলো পরিদর্শনের উদ্দেশ্যে যাত্রা করেন।
(এসকে/পিবি/ মে ০৬,২০১৫)

পাঠকের মতামত:

১৯ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test