E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

নিখোঁজের দুইদিন পর ঈশ্বরদীতে এবার সিএনজি চালকের লাশ উদ্ধার 

২০১৫ মে ০৯ ১১:৩১:০৮
নিখোঁজের দুইদিন পর ঈশ্বরদীতে এবার সিএনজি চালকের লাশ উদ্ধার 

ঈশ্বরদী (পাবনা)প্রতিনিধি : নিখোঁজের দুইদিন পর ঈশ্বরদীর আঞ্চলিক কৃষি গবেষণা ইন্সটিটিউটের একটি ডোবা থেকে শফিকুল ইসলাম (৩৫) নামে এক সিএনজি চালকের ক্ষত-বিক্ষত লাশ শুক্রবার রাতে উদ্ধার করেছে ঈশ্বরদী থানা পুলিশ। শফিকুল রাজশাহী জেলার দূর্গাপুর থানার মারিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে। সিএনজিতে গ্যাস নেয়ার জন্য সে প্রতি রাতেই ঈশ্বরদীতে আসত। পুলিশের ধারণা হত্যাকারীরা তাঁর সিএনজিটি ছিনিয়ে নেয়ার জন্য এই হত্যাকান্ড সংঘঠিত করেছে ।

পুলিশ জানায়, গত বুধবার সন্ধ্যায় শফিকুল তাঁর বাড়ি হতে সিএনজি নিয়ে বের হয়। এরপর সে রাজশাহীর বানেশ্বর থেকে নাটোরের লালপুর পর্যন্ত ভাড়া নিয়ে আসে। কিন্তু রাত নয়টার পর থেকে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়। ওই রাতে সে বাড়িও ফিরেনি। এ অবস্থায় তাঁর পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে লালপুর, ঈশ্বরদীসহ আশপাশের কয়েক থানায় খোঁজ নেয়। শুক্রবার সন্ধ্যার দিকে একটি লাশ ঈশ্বরদী আঞ্চলিক কৃষি গবেষণা ইন্সটিটিউটের একটি ডোবায় পড়ে থাকতে দেখে এলাকাবাসী ঈশ্বরদী থানা পুলিশে খবর দেন। পুলিশ লাশটি উদ্ধার করে। এ সময় লাশের গলায় গামছা পেচানো ছিল। পরে খবর পেয়ে পরিবারের সদস্যরা থানায় এসে লাশটি শফিকুলের বলে শনাক্ত করেন।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) বিমান কুমার দাশ জানান, লাশের সুরতহাল দেখে ধারনা করা হচ্ছে, দূর্বত্তরা তাঁকে অপহরনের পর গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছে। এ ঘটনায় তাঁর পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত গত ১০ এপ্রিল আবু বক্কার (৩২) নামে এক ভটভটি চালকের ক্ষত-বিক্ষত লাশ নিখোঁজের দুইদিন পর ঈশ্বরদী-পাবনা মহাসড়কের ওই এলাকা থেকে উদ্ধার করা হয়েছিল।

(এসকেকে/এসসি/মে০৯,২০১৫)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test