E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

আরো ১৪ জন পাইপলাইনে

আ’লীগে যোগ দিলেন গাজীপুর সিটি কাউন্সিলর

২০১৫ মে ১৯ ১৯:৪৫:৪৯
আ’লীগে যোগ দিলেন গাজীপুর সিটি কাউন্সিলর

গাজীপুর প্রতিনিধি : বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দিয়েছেন গাজীপুর সিটি কর্পোরেশনের কাউন্সিলর মো. মিজানুর রহমান। মঙ্গলবার দুপুরে এলাকার সংসদ সদস্য জাহিদ আহসান রাসেলের হাতে ফুলের তোড়া দিয়ে আওয়ামী লীগে যোগ দেন তিনি।

মিজান বিলুপ্ত গাছা ইউনিয়ন গাছার বিএনপির সাধারণ সম্পাদক এবং গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।

নাম প্রকাশে অনিচ্ছুক গাজীপুর সিটি কর্পোরেশনের একাধিক কাউন্সিলর জানান, গত দুই বছরে দু’একজন ছাড়া বিএনপি সমর্থিত সকল কাউন্সিলরের নামে ৪-৫টি করে রাজনৈতিক মামলা করেছে পুলিশ।

বিশেষ করে গত হরতাল অবরোধে বিভিন্ন মামলার আসামী হয়ে ৩-৪ জন কাউন্সিলর কয়েক মাস ধরে জেলে রয়েছেন। বাকিরা পলাতক। পলাতকদের গ্রেপ্তারে পুলিশ প্রায়ই অভিযান চালাচ্ছে। আবার পলাতক অবস্থাতেই অনেকের নামে আদালতে চার্জশীট দেওয়া হচ্ছে।

সম্প্রতি সিটি করপোরেশন কয়েক’শ কোটি টাকার টেন্ডার আহবান করে। সরকার দলীয় কাউন্সিলরা নিজস্ব ঠিকাদার দিয়ে এসব কাজ ভাগ বাটোয়ারার যাবতীয় প্রস্তুতি প্রায় সম্পন্ন করেছেন।

পক্ষান্তরে বৈষম্যের স্বীকার হয়েছেন পলাতকরা। কাজ পেতে এবং মামলা ও হয়রানি থেকে রক্ষা পেতে বিএনপিপন্থী কমপক্ষে ১৫ কাউন্সিলর শিঘ্রই আওয়ামী লীগে যোগ দিচ্ছেন- গত কয়েকদিন ধরে নগর ভবনে এমন জোড়ালো গুঞ্জন চলছিল।

মিজানুর রহমান মঙ্গলবার অনাড়ম্বরভাবে যোগ দিলেও বাকিরা যে কোন দিন বড় অনুষ্ঠানের মাধ্যমে জাকজমকভাবে আওয়ামী লীগে যোগ দিচ্ছেন বলে গাজীপুরের সবর্ত্র আলোচনা চলছে।

(এসএএস/পিএস/মে ১৯, ২০১৫)

পাঠকের মতামত:

০১ নভেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test