E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

ঈশ্বরদীর ইক্ষু গবেষণা প্রতিষ্ঠানের সম্প্রসারণ কর্মশালা শুরু

২০১৫ জুন ১৩ ১৫:২০:৪৭
ঈশ্বরদীর ইক্ষু গবেষণা প্রতিষ্ঠানের সম্প্রসারণ কর্মশালা শুরু

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ঈশ্বরদীস্থ বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিউটে গবেষণা ও সম্প্রসারণ কর্মশালা’২০১৫ শনিবার হতে শুরু হয়েছে। ইনস্টিউটের মিলনায়তনে সকালে দুই দিন ব্যাপি কর্মশালার উদ্বোধন করেন কৃষি সচিব শ্যামল কান্তি ঘোষ।

বিএসআরআই-এর মহাপরিচালক ড: খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কৃষি পরমাণু ইনস্টিউটের মহাপরিচালক শমসের আলী, যুগ্ম সচিব হিমাইত হোসেন, কৃষিবিদ গোলাম মোস্তফা। প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রম পাওয়ার পয়েন্টের মাধ্যমে উপস্থাপন করেন বিজ্ঞানী ডঃ সমজিৎ পাল। এসময় আরও বক্তব্য রাখেন, ডঃ শেখ আব্দুল মান্নান, ডঃ মিজানুর রহমান, আজিজুর রহমান, কৃষক শাজাহান আলী বাদশা প্রমূখ।
কৃষি সচিব শ্যমল কান্তি দাস বলেন, আখ উৎপাদনের সময় কমিয়ে আনার জন্য গবেষণার প্রয়োজন। চিনিকলগুলোকে আখ হতে চিনির পাশাপশি বিভিন্ন উপজাত দ্রব্য উৎপাদন করে চিনি শিল্পকে লাভজনক করার পদ্ধতি অবলম্বনের জন্য পদক্ষেপ গ্রহনের জন্য তিনি আহব্বান জানান।
(এসকে/পিবি/জুন ১৩,২০১৫)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test