E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শরীয়তপুরে ইয়াবাসহ আটক ১

২০১৫ জুন ২৮ ১৫:৫৪:৫৯
শরীয়তপুরে ইয়াবাসহ আটক ১

শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের সেনের বাজার থেকে ১ হাজার ৪শত পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র‌্যাব-৮। এসময়  ইয়াবা বিক্রির অপরাধে একজনকে আটক করা হয়েছে।

র‌্যাব- ৮ এর সূত্রে জানা যায়, র‌্যাব-৮ এর মাদারীপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার এএসপি সুমন রঞ্জন সরকার এর নেতৃত্বে একটি বিশেষ আভিযানিক দল শনিবার রাত ১১ টার সময় শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ থানাধীন সেনের বাজার এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সেনের বাজারে কতিপয় ব্যক্তি ইয়াবা ট্যাবলেট কেনা-বেচা করছে। উক্ত সংবাদের ভিত্তিতে সেনের বাজার এলাকার বাসিন্দা আব্দুল গনি শেখ এর পূত্র মোঃ জাহাঙ্গীর শেখ ওরফে চায়না জাহাঙ্গীর (২৮) কে আটক করে র‌্যাব। পরে তার শরীর তল্লাশী করে ৭টি নীল রংয়ের ছোট পলিথিন প্যাকেট ভর্তি ১ হাজার ৪শত পিষ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা করা হয়।
জব্দকৃত ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতারকৃত আসামী জাহাঙ্গীর শেখকে ভেদরগঞ্জ থানায় হাজির করে একটি নিয়মিত মামলা দায়ের করেছে র‌্যাব।
(কেএনআই/পিবি/জুন ২৮,২০১৫)

পাঠকের মতামত:

১৫ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test