E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

মান্দায় ২ শিক্ষকের সার্ভিস বইয়ে কাটাকাটি, তুলকালাম কাণ্ড

২০১৫ জুন ২৮ ২২:০৩:২৮
মান্দায় ২ শিক্ষকের সার্ভিস বইয়ে কাটাকাটি, তুলকালাম কাণ্ড

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় ২ জন শিক্ষকের সার্ভিস বইয়ে বেতন ও যোগদানের তারিখের ঘরে কাটাকাটি নিয়ে তুলকালাম কাণ্ড ঘটেছে। ঘটনায় শিক্ষক নেতাদের হাতে মঞ্জুর রহমান নামে এক শিক্ষক লাঞ্ছিত হয়েছেন।

এ নিয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে রবিবার দুপুরে শিক্ষকদের ২ গ্রুপ মুখোমুখি অবস্থান নিলে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়দের মধ্যস্থতায় পরিস্থিতি শান্ত হয়।

উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শাহাদত হোসেন জানান, সদ্য জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ের ৯০ জন শিক্ষক তাদের পুরনো সমিতিতে যোগদান করেন। এদের মধ্যে ২জন শিক্ষকের বেতন ও যোগদানের ঘরে কয়েক জায়গায় কাটাকাটি করা হয়েছে। পরিবর্তন করা হয়েছে বেতন স্কেল ও যোগদানের তারিখ।

এরা হলেন কালীগাঁও জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল কাসেম সরদার ও গোসাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল করিম প্রামানিক।

শিক্ষক নেতা শাহাদত হোসেন আরো জানান, সদ্য জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ের ২৮৪ জন শিক্ষকের সার্ভিস বই অফিসে না রেখে শিক্ষক সাইদুর রহমান, মঞ্জুর রহমান, লোকমান হাজারীসহ কয়েকজন শিক্ষকের হেফাজতে ছিল। এদের মধ্যে ৯০ জন শিক্ষক তাদের সমিতিতে যোগদান করলে ক্ষিপ্ত হয়ে আবুল কাসেম সরদার ও আব্দুল করিম প্রামানিকের সার্ভিস বইয়ে এভাবে কাটাকাটি করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

বিষয়টি রবিবার অফিস খোলার পর জানাজানি হলে শিক্ষক নেতারা ক্ষিপ্ত হয়ে ওঠেন। এ নিয়ে দুপুরে কথা কাটাকাটির এক পর্যায়ে শিক্ষক নেতাদের হাতে শিক্ষক মঞ্জুর রহমান লাঞ্ছিত হন। পরে প্রাথমিক শিক্ষা অফিসে তাদের অবরুদ্ধ করে রাখেন শিক্ষক নেতারা। এক পর্যায়ে উভয়পক্ষ মুখোমুখি অবস্থান নিলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অবস্থা চরম পর্যায়ে পৌঁছলে স্থানীয়দের মধ্যস্থতায় পরিস্থিতি শান্ত হয়।

তবে শিক্ষক মঞ্জুর রহমান সার্ভিস বইয়ে কাটাকাটির অভিযোগ অস্বীকার করেছেন।

তিনি বলেন, সার্ভিস বই অফিসে সংরক্ষণ করা হয়েছে। এ অবস্থায় সেখানে কাটাকাটি হলে অফিসই সে বিষয়ে ভালো বলতে পারবে। তার বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে সেটি ভিত্তিহীন বলে দাবি করেন তিনি।

দুই শিক্ষকের সার্ভিস বইয়ে কাটাকাটির বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা শিক্ষা অফিসার ওসমান গণি। তবে কিভাবে এ ঘটনা ঘটেছে এ বিষয়ে তিনি কিছুই জানেন না বলে উল্লেখ করেন।

(বিএম/পিএস/জুন ২৮, ২০১৫)

পাঠকের মতামত:

১৫ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test