E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

নিজের বুদ্ধিমত্তায় বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেল ফাতেমাতুজ্জহুরা

২০১৫ জুন ২৯ ১৭:১০:২৬
নিজের বুদ্ধিমত্তায় বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেল ফাতেমাতুজ্জহুরা

নওগাঁ প্রতিনিধি :  নিজের বুদ্ধিমত্তায় নওগাঁর ধামইরহাটে আলোকিত মানুষ প্রকল্পের হস্তক্ষেপে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেল ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী ফাতেমাতুজ্জহুরা।

জানা গেছে, উপজেলার নানাইচ গ্রামের মোঃ আবু বক্কর সিদ্দিকের মেয়ে মঙ্গলবাড়ী শহীদ আব্দুল জব্বার বালিকা বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী মোসা. ফাতেমাতুজ্জহুরা। মেয়েটির বাবা ও তার সৎমা যোগসাজস করে জয়পুরহাট জেলার কড়ই মাদ্রাসাপাড়া গ্রামের ৫০ উর্ধ্ব বয়সের মোঃ জাহিদুল ইসলামের সঙ্গে তার বিয়ে ঠিক হয়। বিষয়টি জানতে পেরে ওই ছাত্রী নারী নির্যাতন ও বাল্য বিয়ে প্রতিরোধে কাজ করে এমন একটি বেসরকারি সংস্থা আলোকিত মানুষ প্রকল্প মঙ্গলবাড়ী শাখায় যোগাযোগ করে। এ ব্যাপারে আলোকিত মানুষ প্রকল্পের প্রজেক্ট অফিসার জুলেখা আকতার বলেন, ওই ছাত্রীর কাছ থেকে বিস্তারিত জেনে প্রথমে তারা ফাতেমার অভিভাবক ও বরের বাড়িতে গিয়ে বাল্য বিয়ের কুফল সম্পর্কে জানানো হয়। তাছাড়া বাল্য বিয়ে বিষয়ে আইনগত শাস্তি সম্পর্কে অবগত করা হয়। পরবর্তীতে স্থানীয় জাহানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ওসমান আলী ও ধামইরহাট উপজেলা নির্বাহী অফিসার হোসেন আহমেদের সার্বিক সহায়তায় ওই মেয়ের বাল্যবিয়ে প্রতিরোধ করা সম্ভব হয়। তিনি আরও বলেন, যেহেতু মেয়েটি পড়াশুনা চালিয়ে যেতে চায়। সেক্ষেত্রে বিভিন্ন সংস্থার মাধ্যমে তার পড়াশোনার খরচ সংগ্রহের জন্য আবেদন করা হয়েছে।
(বিএম/পিবি/জুন ২৯,২০১৫)

পাঠকের মতামত:

১৫ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test