E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

রাণীনগরে পুকুরে বিষ দিয়ে মাছ নিধন মামলায় আটক ৩

২০১৫ জুন ৩০ ১৭:১৮:২১
রাণীনগরে পুকুরে বিষ দিয়ে মাছ নিধন মামলায় আটক ৩

নওগাঁ প্রতিনিধি :  নওগাঁর রাণীনগরে পূর্ব বিরোধের জের ধরে লিজকৃত পুকুরে বিষ দিয়ে প্রায় ৩লাখ টাকার মাছ নিধনের অভিযোগে ১২ জনকে আসামী করে রাণীনগর থানায় একটি মামলা হয়েছে। ওই মামলার প্রেক্ষিতে মঙ্গলবার পুলিশ ৩ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো, উপজেলার দিঘীরপাড় গ্রামের গুমির শাহ ছেলে ময়েন উদ্দিন (৪৫), ময়েনের ছেলে জয়নুল (২৮) ও আমিনুল (২৫)। গ্রেফতারকৃতদের মঙ্গলবার দুপুরে  আদালতে সোপর্দ্দ করা হয়েছে।

জানা গেছে, উপজেলার দিঘীরপাড় গ্রামের রেজাওয়ান বাদশা দীর্ঘদিন ধরে ঘাটাগন মৌজার দিঘীরপাড় কওমী মাদ্রাসার ১একর ৩৩ শতক জমির পুকুর লিজ নিয়ে মাছ চাষ করে আসছিল। গত ১০/১২দিন আগে ওই পুকুরে মৎস্য চাষী রেজাওয়ান প্রায় দুই হাউজ পাঙ্গাস মাছের রেনু ছেড়ে দেয়। এমতাবস্থায় শনিবার রাত অনুমান পৌনে ১২টায় আসামীরা পরস্পর জোগসাজছে পূর্ব পরিকল্পনা মোতাবেক ওই পুকুরের চার পাশে বিষ ছিটাতে থাকে। আসামীদের আনাগনায় পুকুরের পাহাড়াদার হাসান আলী টের পেয়ে তার ব্যবহারিত টর্চ লাইটের আলোতে আসামীদের দেখতে পেয়ে মোবাইল ফোনে তাৎক্ষনিক ভাবে রেজাওয়ানকে সংবাদ দেয়। মঙ্গলবার সকালে রেজাওয়ান বাদশা বাদি হয়ে উপজেলার দিঘীরপাড় গ্রামের মৃত-রফিক শাহর ছেলে শামসুল (৫৫), গুমির শাহর ছেলে ময়েন (৪৫), হাতেম শাহর ছেলে মজিবর রহমান (৩৮), ময়েন শাহর ছেলে রহিম (৩৫), জয়নুল (২৮), হাতিম শাহর ছেলে আজিজার রহমান (৪২), মনজুরুল (৩০), ময়েজের ছেলে রাজু (২৪), সুলতান (৩৫), ময়েন শাহর ছেলে আমিনুর (২৫) সহ ১২জন কে আসামী করে রাণীনগর থানায় একটি মামলা দায়ের করে।
(বিএম/পিবি/জুন ৩০,২০১৫)

পাঠকের মতামত:

১৫ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test