E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

নওগাঁর সাপাহারে বজ্রপাতে যুবক নিহত

২০১৫ জুলাই ০২ ১৭:৪৮:০১
নওগাঁর সাপাহারে বজ্রপাতে যুবক নিহত

নওগাঁ প্রতিনিধি: বৃহস্পতিবার বিকেল সাড় ৩টার দিকে নওগাঁর সাপাহারে বজ্রপাতে আব্দুন নুর (২৫) নামে এক যুবক নিহত হয়েছে। সেই সঙ্গে আসলাম (১৫) নামে অপর এক বালক আহত হয়েছে। নিহত আব্দুন নূর উপজেলার কলমুডাঙ্গা বলদিয়াঘাট গ্রামের আইজুল হকের পুত্র ও আহত আসলাম একই গ্রামের আব্দুস সালামের পুত্র।

জানা গেছে, এ দিন বিকেলে নুর তার বাড়ির পার্শ্বে মাঠে কাজ করছিল এবং আসলাম তার পাশে দাঁড়িয়ে ছিল। এসময় হঠাৎ বিকট শব্দে আকাশ থেকে আব্দুন নুরের মাথায় বজ্রপাত ঘটলে তার মাথার চুলের একাংশ পুড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় বজ্রপাতের বিকট শব্দে আসলাম জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায়। পরে তার জ্ঞান ফিরে এলে সে সুস্থ হয়ে ওঠে।

(বিএম/এসসি/জুলাই০২,২০১৫)

পাঠকের মতামত:

১৪ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test