E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

বদলে গেল বরিশাল সিটি কর্পোরেশনের লোগো !

২০১৫ জুলাই ০৩ ১৫:৫২:৩৫
বদলে গেল বরিশাল সিটি কর্পোরেশনের লোগো !

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : চুপিসারে বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) মনোগ্রাম (লোগো/সিলমোহর) পরিবর্তন করে যোগ করা হয়েছে বিএনপির নির্বাচনী প্রতীক ধানের শীষের ছবি। বিএনপির মেয়র তাই এমনটাই হয়েছে বলে জানিয়েছেন সচেতন নগরবাসী। নিয়ম অনুযায়ী এ ব্যাপারে অবহিত করা হয়নি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়কে।

এমনকি বিষয়টি মন্ত্রণালয়ের কাছ থেকে লুকোতে তাদের সাথে যোগাযোগের সময় পুরোনো সিলমোহর দিয়ে ছাঁপানো প্যাডেই চিঠিপত্র চালাচালি করা হচ্ছে। তবে কর, পানির বিল, ট্রেড লেইসেন্স থেকে শুরু করে গাড়ির স্টিকারসহ সকলস্থানে ধানের শীষ সম্বলিত নতুন মনোগ্রাম ব্যবহার করা হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিএনপির সমর্থন নিয়ে আহসান হাবিব কামাল মেয়র নির্বাচিত হওয়ার পর সাধারণ সভার মাধ্যমে বিসিসি’র সিলমোহর/লোগো পরিবর্তন করা হয়। এতে যোগ করা হয় বিএনপির নির্বাচনী প্রতীক ধানের শীষের ছবি এবং ধানের শীষের ছবিটির সাথে মিলাতে লোগোর সবুজ ও লাল রঙ কিছুটা হালকা করা হয়েছে। তবে সাধারণ সভায় গৃহিত নতুন এ মনোগ্রাম বা লোগো ব্যবহারের ব্যাপারে মন্ত্রণালয় থেকে কোন অনুমতি দেয়া হয়নি। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নতুন লোগো ব্যবহারের ব্যাপারেও মন্ত্রণালয়ে আলাদা করে অবহিত করা হয়নি।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সহকারী সচিব সরোজ কুমার নাথ জানান, সিটি কর্পোরেশনের মনোগ্রাম বা সিলমোহর পরিবর্তন করতে হলে তা সাধারণ সভায় পাশ করে মন্ত্রণালয়ের অনুমোদনের জন্য প্রেরণ করতে হয়। বরিশাল সিটি কর্পোরেশনের মনোগ্রাম (লোগো) পরিবর্তন করার ব্যাপারে মন্ত্রণালয়কে অবহিত করা হয়নি। গত ১৪ জুন মন্ত্রণালয়ে পাঠানো একটি চিঠির সূত্রধরে তিনি আরও জানান, মন্ত্রণালয়ের সাথে যোগাযোগের ক্ষেত্রে আগের (পুরোনো ধানের শীষ ছাড়া লোগো) সিলমোহর ব্যবহার করছে বরিশাল সিটি কর্পোরেশন। তাদের কাছে পাঠানো চিঠির প্যাডের লোগোতে ধানের শীষের কোন ছবি নেই। বিষয়টির খোঁজখবর নেয়া হচ্ছে বলেও তিনি উল্লেখ করে আরও বলেন, সিটি কর্পোরেশনের মতো একটি প্রতিষ্ঠানের মনোগ্রামে রাজনৈতিক কোন দলের প্রতীক ব্যবহার দৃষ্টিকটু।

এ ব্যাপারে বিসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রনজিৎ কুমার জানান, আমি গত মাসে যোগদান করেছি। তাই বিসিসি’র লোগো কিভাবে পরিবর্তন করা হয়েছে কিংবা এ পরিবর্তনের ব্যাপারে মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে কি না, সে ব্যাপারে আমার স্পষ্ট কোন ধারণা নেই। তবে বিষয়টির খোঁজখবর নিয়ে বলে জানানো সম্ভব হবে। সিটি কর্পোরেশনের ১৭নং ওয়ার্ডের কাউন্সিলর আখতারুজ্জামান গাজী হিরু বলেন, নতুন সিলমোহর বিসিসি’র সাধারণ সভায় গৃহীত হয়েছে এটা সত্য।

৩০জন কাউন্সিলরের মধ্যে আমরা মাত্র পাঁচজন আ’লীগ সমর্থিত। বাকি সবাই বিএনপি ও অন্যান্য দলের। সিলমোহরে ধানের শীষ যোগ করায় মনে কষ্ট পেলেও সংখ্যাগরিষ্ঠতা না হওয়ায় আমরা কোন প্রতিবাদ করিনি। তিনি আরও বলেন, সাধারণ সভায় গৃহীত এ সিদ্ধান্তের রেজুলেশন মন্ত্রণালয়ে পাঠানো হলেও মন্ত্রণালয় নতুন এ মনোগ্রাম বা লোগো ব্যবহারের জন্য আলাদা করে কোন অনুমতি দেয়নি এবং নতুন লোগো ব্যবহারের ওপর কোন নিষেধাজ্ঞাও করেননি।

এ ব্যাপারে বিসিসি’র মেয়র আহসান হাবিব কামাল জানান, মনোগ্রাম (লোগো) পরিবর্তনের প্রস্তাবটি নিয়ম অনুযায়ী সাধারণ সভায় সর্বসম্মতভাবে পাশ হয়েছে।

এতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আলাদা করে অনুমতি নেয়ার কোন প্রয়োজন নেই। মন্ত্রণালয়ে সাধারণ সভার রেজুলেশনের কপি পাঠানো হয়েছে। তাতে কোন আপত্তি থাকলে তারা জানাতো। তবে মন্ত্রণালয়ে যোগাযোগের ক্ষেত্রে পুরোনো সীলমোহর ব্যবহার হচ্ছে কি না তা তার জানা নেই বলেও উল্লেখ করেন।

(টিবি/এএস/জুলাই ০৩, ২০১৫)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test