E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

মান্দায় প্রধান শিক্ষককে পিটিয়ে জখম

২০১৫ জুলাই ০৭ ১৭:০৭:০৬
মান্দায় প্রধান শিক্ষককে পিটিয়ে জখম

নওগাঁ প্রতিনিধি :নওগাঁর মান্দা উপজেলার দাসপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনসুর রহমানের ওপর হামলাকারীকে অবিলম্বে গ্রেফতারের দাবীতে মঙ্গলবার দুপুরে ইউএনওকে স্মারকলিপি দেয়া হয়েছে। ঘটনার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামিকে গ্রেফতার করেনি পুলিশ।

এমনকি প্রধান শিক্ষকের পক্ষে দায়ের করা মামলাটিও রেকর্ডভূক্ত করা হয়নি। ঘটনায় নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছে বাশিস মান্দা উপজেলা শাখা ও শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতি। দোষী ব্যক্তিকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়ে স্মারকলিপি দিয়েছে এ দুটি সংগঠনের নেতৃবৃন্দ।

স্মারকলিপি সুত্রে জানা গেছে, গত ১ জুলাই স্থানীয় দাসপাড়া বাজারে প্রধান শিক্ষক মনসুর রহমানকে প্রকাশ্যে পিটিয়ে জখম করেন ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ওসমান আলী। পরে তিনি শিক্ষকের ব্যবহৃত মোটরসাইকেল, প্রয়োজনীয় কাগজপত্রসহ টাকা ছিনিয়ে নিয়ে যান। স্থানীয়রা গুরুতর জখম অবস্থায় শিক্ষককে উদ্ধার করে মান্দা হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে পাঠানো হয় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে। ঘটনায় প্রধান শিক্ষকের ভাই মমতাজ হোসেন বাদি হয়ে ওসমান আলীর বিরুদ্ধে মান্দা থানায় একটি এজাহার দাখিল করেন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, এক সপ্তাহ পেরিয়ে গেলেও প্রধান শিক্ষকের পক্ষে দায়ের করা মামলাটি রেকর্ডভূক্ত করা হয় নি। পুলিশের ভূমিকা না থাকায় আসামি ওসমান আলী প্রকাশ্যে বুক ফুলে ঘুরে বেড়িয়ে প্রধান শিক্ষক ও তার পরিবারকে হুমকি দেয়া অব্যাহত রেখেছেন। অবিলম্বে প্রধান শিক্ষকের ওপর হামলাকারীকে গ্রেফতার করা না হলে লাগাতার আন্দোলনের কর্মসূচী দেয়া হবে বলেও

স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে। ইউএনও‘কে স্মারকলিপি দেয়ার সময় বাশিস মান্দা উপজেলা শাখার সভাপতি বিকাশ চন্দ্র মন্ডল, সাধারন সম্পাদক গোলাম সারওয়ার স্বপন, শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সাধারন সম্পাদক মোশারফ হোসেন, গোটগাড়ী শহীদ মামুন হাইস্কুল ও কলেজ অধ্যক্ষ জহুরুল ইসলামসহ উপজেলার ৭১ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

ইউএনও সাইফুর রহমান খান স্মারকলিপি প্রাপ্তির সত্যতা নিশ্চিত করেছেন। থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন জানান, ঘটনায় উভয়পক্ষ থানায় অভিযোগ দিয়েছেন। বিষয়টি নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

(বিএম/এসসি/জুলাই০৭,২০১৫)

পাঠকের মতামত:

০১ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test