E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

গাইবান্ধায় জমি নিয়ে বিরোধে নিহত ২ ॥ গ্রেফতার-১

২০১৫ জুলাই ০৮ ১৮:১৭:৫২
গাইবান্ধায় জমি নিয়ে বিরোধে নিহত ২ ॥ গ্রেফতার-১

গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার  সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধের জের ধরে ২জন নিহত হয়েছে। এর মধ্যে একজন শিশুও রয়েছে। এঘটনায় আলম বাদশা (৪৫) নামক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা যায়, মঙ্গলবার রাতে স্থানীয় বাজার থেকে বাড়ি যাবার পথে স্থানীয় তালুক সর্বানন্দ গ্রামের হাজী লুৎফর রহমানের ছেলে সাইফুল ইসলাম (৩৫)কে ছুরিকাঘাত করে রাস্তার পার্শ্বে ফেলে যায় দুর্বৃত্তরা। পরদিন ভোরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তার মৃত্যু ঘটে। এব্যাপারে হত্যা মামলার প্রতি চলছে।

এদিকে দক্ষিণ হাতিবান্ধা গ্রামের লাল মিয়ার মেয়ে মনিকা (৬) জমি নিয়ে প্রতিপক্ষের হামলায় আহত হয়েছে রমেক হাসপাতালে চিকিৎসাধীনাবস্থায় মারা যায়। এ ঘটনায় ঐ গ্রামের আলম বাদশাকে গ্রেফতার পূর্বক আদালতে সোপর্দ্দ করেছে থানা পুলিশ। এব্যাপারে হত্যা মামলা হয়েছে বলে জানা গেছে।

(আরআই/এলপিবি/জুলাই ০৮, ২০১৫)

পাঠকের মতামত:

০৮ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test