E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

আল্ট্রাসনোগ্রামের নামে গৃহবধূকে আটকে রাখার অভিযোগ

২০১৫ জুলাই ১৫ ২০:৫৯:০৩
আল্ট্রাসনোগ্রামের নামে গৃহবধূকে আটকে রাখার অভিযোগ

নওগাঁ প্রতিনিধি : বুধবার সকাল ১০টার দিকে নওগাঁর মান্দায় রোগীর স্বজনরা হামলা চালিয়ে ক্লিনিক মালিকসহ আয়াকে মারপিট করেছে। আল্ট্রাসনোগ্রাম করার নামে অন্ত:সত্তা এক গৃহবধূকে ঘন্টাব্যাপী আটকে রাখার অভিযোগে এ হামলা চালানো হয়। উপজেলা সদরের ফয়সাল ক্লিনিকে এই হামলার ঘটনা ঘটে।

রোগীর স্বজন ভুক্তভোগী বুলেট হোসেন জানান, তার ছোট ভাই মামুনুর রশিদের স্ত্রী বিপাশা (২০) আট মাসের অন্ত:সত্তা। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে তিনি অসাবধানতাবশত পড়ে গিয়ে পেটে ব্যথা পান। আল্ট্রাসনোগ্রাম করার জন্য তাকে সঙ্গে সঙ্গে উপজেলা সদরের প্রসাদপুর বাজারের ফয়সাল ক্লিনিকে নেয়া হয়।

বুলেট হোসেন অভিযোগ করে বলেন, আল্ট্রাসনোগ্রাম ফি ৩শ’ টাকা পরিশোধের জন্য ৫শ’ টাকার নোট দেয়া হয়েছিল। কিন্তু খুচরা না থাকায় অবশিষ্ট ২শ’ টাকা ফেরত দেননি ক্লিনিক মালিক জিয়াউর রহমান জিয়া।

এদিকে বিভিন্ন অজুহাত সৃষ্টি করে তাদের এক ঘন্টার বেশি সময় আটকে রাখা হলেও রোগীর আল্ট্রাসনোগ্রাম করানো হয়নি। পরে টাকা ফেরত ও রোগীকে অন্যত্র নেয়ার চেষ্টা করা হলে ক্লিনিক মালিকসহ অন্যরা বাধা দিয়ে খারাপ আচরণ করেন বলে বুলেট হোসেনের অভিযোগ।

এ নিয়ে বাকবিতন্ডার এক পর্যায়ে বুলেট হোসেনের মা মাহমুদা বিবিকে লাঞ্ছিত করেন ক্লিনিকের আয়া সেলিনা আক্তার। এ সংবাদ ছড়িয়ে পড়লে রোগীর স্বজনরা একত্রিত হয়ে ক্লিনিকে হামলা চালিয়ে মালিক জিয়াসহ অন্যদের মারপিট করেন। পরে স্থানীয়দের মধ্যস্থতায় বিষয়টি নিষ্পত্তি করে নেয়া হয়।

এ প্রসঙ্গে ক্লিনিক মালিক জিয়াউর রহমান জিয়া জানান, ডাক্তার আসতে দেরি হওয়ায় রোগীর স্বজনরা অহেতুক বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন।

(বিএম/পিএস/জুলাই ১৫, ২০১৫)

পাঠকের মতামত:

১৫ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test