E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

ধামইরহাটে গৃহবধুকে ধর্ষণ,ধর্ষক গ্রেফতার

২০১৫ জুলাই ১৬ ১৮:২১:৪৪
ধামইরহাটে গৃহবধুকে ধর্ষণ,ধর্ষক গ্রেফতার

নওগাঁ প্রতিনিধি :নওগাঁর ধামইরহাটে সংখ্যালঘু এক গৃহবধু ধর্ষিত হয়েছে। বৃহস্পতিবার এব্যাপারে থানায় মামলা দায়ের হলে পুলিশ দেলোয়ার হোসেন (৪০) নামে ওই ধর্ষককে আটক করেছে। ধর্ষিতাকে ডাক্তারী পরীক্ষার জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

থানায় এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার খেলনা ইউনিয়নের অন্তর্গত দেবীপুর গ্রামের ওই গৃহবধু (৩৫) গত ১১ জুলাই প্রতিদিনের ন্যায় তার সন্তানকে নিয়ে নিজ শয়ন কক্ষে ঘুমিয়ে পড়ার প্রস্তুতি নেয়। রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে তার স্বামীর অনুপস্থিতিতে একই ইউনিয়নের গুন দেশাহার গ্রামের মনছের রহমানের ছেলে লম্পট দেলোয়ার হোসেন (৪০) ওই গৃহবধুর ঘরের টিনের দরজা ঠেলে ভিতরে প্রবেশ করে জোর পূর্বক তাকে ধর্ষণ করে।

গৃহবধুর স্বামী দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার একটি তুলার দোকানে চাকরি করায় তিনি বাড়িতে অনুপস্থিত ছিলেন। পরবর্তীতে বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা চালানো হয়। কিন্তু সন্তোষজনক ফলাফল না হওয়ার ওই গৃহবধু বাদী হয়ে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

এ ব্যাপারে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মীর্জা আব্দুস সালাম বলেন, ধর্ষিতা গৃহবধু বৃহস্পতিবার (১৬ জুলাই) ১জনকে আসামী করে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে।

(বিএম/এসসি/জুলাই১৬,২০১৫)

পাঠকের মতামত:

১৪ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test