E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

মদনে শত শত পানকৌড়ি পাখি,পাখি প্রেমীদের ভীড়

২০১৫ জুলাই ২৫ ১৭:০২:০৯
মদনে শত শত পানকৌড়ি পাখি,পাখি প্রেমীদের ভীড়

মদন (নেত্রকোণা)প্রতিনিধি : নেত্রকোণার মদন উপজেলার সরকারি ডাক বাংলা ও মদন ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণের গাছগুলোতে শত শত পানকৌড়ি পাখি বাসা বেঁধে আশ্রয় নেয়ায় প্রতিদিন পাখি প্রেমিকরা ভীড় জমাচ্ছে।

সংবাদকর্মী ও ইলেকট্রিক মিডিয়ার কর্মীরা ক্যামেরায় ধারন করছেন এই দৃশ্য। প্রতিবছরই বৈশাখ, জৈষ্ঠ্য মাস এলেই প্রজননের উদ্দেশ্যে হাওড় থেকে এসে পাখিগুলো এই স্থানে বাসা বাঁধে। আবার অগ্রহায়ণ, পৌষ মাস আসতেই বাচ্চা নিয়ে পাখি গুলো হাওড়ে চলে যায়। বর্তমান বিলুপ্ত প্রায় পানকৌড়ি পাখির এই সমারোহ এলাকার সকলকেই আকৃষ্ট করছে।

ইউপি চেয়ারম্যান রহিছ উদ্দিন ও ডাক বাংলার কেয়ারটেকার ইছহাক মিয়া জানান, পাখিগুলোর উপর কোন রকম আক্রমণ যেন না হয় সেদিকে খেয়াল রাখায় প্রতিবছরই শত শত পাখি এখানে প্রজননের জন্য বাসা বেঁধে আশ্রয় নিচ্ছে। তবে পাখির বিষ্টা পরিবেশ দূষণ করলেও পাখির কলরব খুবই ভাল লাগে।


(এএমএ/এসসি/জুলাই ২৪, ২০১৫)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test