E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

পুকুর কেটে জলাবদ্ধতা সৃষ্টি

বড়াইগ্রামে পুকুর মালিককে ছয় মাসের কারাদণ্ড

২০১৫ আগস্ট ০৫ ২০:৫০:৪০
বড়াইগ্রামে পুকুর মালিককে ছয় মাসের কারাদণ্ড

নাটোর প্রতিনিধি : পুকুর কেটে জলাবদ্ধতা সৃষ্টি এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে বড়াইগ্রাম উপজেলার মৌখাড়া এলাকায় বুধবার এক পুকুর মালিককে ছয় মাসের কারাদণ্ড এবং মহাসড়কে ফিটনেস বিহীন যানবাহন ও থ্রি-হুইলারের বিরুদ্ধে চলমান অভিযানে ১৬টি মামলার মাধ্যমে সতের হাজার ২০০ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। ইউএনও রুহুল আমিন এবং সহকারী কমিশনার (ভূমি) জাহিদ নেওয়াজ যৌথ ভাবে ওই আদালত পরিচালনা করেন।

জানা যায়, মৌখাড়া এলকার পুকুরের পারের ফলে সৃষ্ট জলাবদ্ধতায় প্রতিবেশীদের বাড়ি এবং ফসলের জমি তলিয়ে যাওয়ায় মঙ্গলবার ইউএনও বরাবর অভিযোগ করেন ক্ষতিগ্রস্থরা। এরপর ইউএনও ঘটনা পরিদর্শনের জন্য সহকারী কমিশনার (ভূমি) জাহিদ নেওয়াজকে পাঠান। পরিদর্শনে ঘটনার সত্যতা পেলে পুকুর মালিক গুরুদাসপুর উপজেলার নওপাড়া গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে আব্দুল মোমিন (৩০) পুকুরের পার কাটে পানি অপসারনে বাধা দেয়ে। পরে তাকে আটক করে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। আব্দুল মোমনি জরিমানার টাকা পরিশোধ না করায় কাকে নাটোর জেলা কারাগারে পাঠানো হয়।

অপরদিকে দেশ ব্যাপি মহাসড়কে ফিটনেস বিহীন যানবাহন ও থ্রি-হুইলারের বিরুদ্ধে চলমান অভিযানে বনপাড়া বাইপাস মোড়ে অস্থায়ী ক্যাম্পে বসে অভিযান চালানো হয়। এসময় ১৬টি বাস, ট্রাক, সিএনজি অটোরিক্সা, মোটরসাইকেলকে জব্দ মামলার মাধ্যমে সতের হাজার ২০০ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।

(এমআর/পি/অাগস্ট ০৫, ২০১৫)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test