E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

পতিসরে বিশ্বকবি রবি ঠাকুরের মহাপ্রয়ান দিবস পালিত

২০১৫ আগস্ট ০৬ ১৯:১২:১৫
পতিসরে বিশ্বকবি রবি ঠাকুরের মহাপ্রয়ান দিবস পালিত

নওগাঁ প্রতিনিধি : “মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক” কবিগুরু রবীন্দ্র নাথ ঠাকুরের অনেক কথার মাঝে এই কথাটিও কি কেউ ভুলতে পেরেছে? পারেনি। কোন বাঙ্গালির পক্ষেই এসব কথা ভুলা সম্ভব নয়। তেমনি কবিগুরুর নিজস্ব জমিদারী আত্রাইয়ের কালিগ্রাম পরগনার মানুষজনও আজো ভুলতে পারেনি সেই প্রাণের কবিকে। আর সে কারণেই কবি প্রেমিক-ভক্তরা বৃহস্পতিবার পতিসরে দিনব্যাপী বিস্তারিত কর্মসূচীর মধ্যদিয়ে পালন করলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৪তম মহাপ্রয়ান দিবস। দিবসটি পালন উপলক্ষ্যে পতিসর ‘বিশ্বকবি রবীন্দ্রনাথ কৃষি প্রযুক্তি ইন্সটিটিউট’ পতিসর কাচারিবাড়ি প্রাঙ্গনে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন, নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ ইসরাফিল আলম। অনুষ্ঠানের শুরুতেই ইসরাফিল আলম এমপি কবিগুরুর প্রতিকৃতিতে শ্রদ্দা নিবেদন করেন। আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইন্সটিটিউটের পরিচালক অধ্যাপক ড. আমিরুল মোমেনিন চৌধুরী। বিশ্বকবির জীবনের বিভিন্ন দিক তুলে ধরে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বগুড়া আজিজুল হক বিশ্ববিদ্যালয় কলেজের সহযোগী অধ্যাপক ড. বেলাল হোসেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জি এম মনিরুজ্জামান প্রমুখ। অনুষ্ঠানটির সঞ্চালক ছিলেন, সনৎ কুমার প্রামানিক। আলোচনাসভা শেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। কবির সেই “মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাইনা? আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। আমারো পরানো যাহা চায়, তুমি তাই, তুমি তাই গো---, চুকিয়ে দেব বেচা-কেনা, মিটিয়ে দেব গো, যখন পড়বে না মোর পায়ের চিহৃ এই বাটে”। এমনি কতই না মন মাতানো গানে যেন কবির কাচারিবাড়ি মুখরিত হয়ে উঠেছিল। আত্রাই-রানীনগরের শত শত কবি ভক্তরা ছুটে এসেছিলেন কবির প্রয়ান দিবসের এই অনুষ্ঠানে। অনুষ্ঠানে নারী-পুরুশ, শিশু-কিশোর, তরুণ-তরুণীদের যেন ঢল নেমেছিল।

(বিএম/পি/অাগস্ট ০৬, ২০১৫)

পাঠকের মতামত:

১৮ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test