E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

কাপাসিয়ায় নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার, বাবার দাবি হত্যা

২০১৫ আগস্ট ০৬ ১৯:৩১:২৬
কাপাসিয়ায় নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার, বাবার দাবি হত্যা

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কাপাসিয়ার বরচালা গ্রাম থেকে নাজমা বেগম নামে এক নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই গ্রামের নাজিম উদ্দিনের মেয়ে। নাজমা এ বছর কাপাসিয়ার শরিফ মমতাজউদ্দীন ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ দিয়েছিল। বাবার দাবি নাজমাকে নাজমাকে হত্যার পর লাশ ঝুলিয়ে রেখে পালিয়ে গেছে স্বামী আতাব উদ্দিন।

নিহতের পিতা দরিদ্র নাজিম উদ্দিন জানান, প্রায় দেড়মাস আগে পরিবারের অমতে একই গ্রামের আতাব উদ্দিনকে (২৮) পালিয়ে বিয়ে করে নাজমা (১৯)। বুধবার কলেজ থেকে উপবৃত্তির আড়াই হাজার টাকা তুলে বাড়ি ফিরলে, স্বামী আফতাব উদ্দিন ওই টাকা চায়। নাজমা দিতে রাজি না হওয়ায় তাদের মধ্যে ঝগড়া হয়। রাতে আতাব উদ্দিন শ্বাসরোধে নাজমাকে হত্যা করে লাশ বাড়ির পাশের আম গাছের ডালে ওড়না দিয়ে ঝুলিয়ে পালিয়ে যায়।

কাপাসিয়া থানার এসআই মো. আজহারুল ইসলাম জানান, বুধবার রাতে লাশ উদ্ধার করে বৃহস্পতিবার সকালে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। নাজমার গলায় আঙুলের কালচে দাগ রয়েছে। ঘটনাটি হত্যা না আত্মহত্যা, ময়না তদন্তের প্রতিবেদন পাওয়া গেলে জানা যাবে। তবে নাজমার স্বামী আতাব উদ্দিন পলাতক রয়েছে।

(এসএএস/পি/অাগস্ট ০৬, ২০১৫)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test