E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

বাড্ডায় সন্ত্রাসীদের গুলিতে আ'লীগ নেতাসহ নিহত ২

২০১৫ আগস্ট ১৪ ০০:২৬:২৬
বাড্ডায় সন্ত্রাসীদের গুলিতে আ'লীগ নেতাসহ নিহত ২

স্টাফ রিপোর্টার : বৃহস্পতিবার রাত পৌনে দশটার দিকে রাজধানীর মধ্যবাড্ডা পানির ট্যাংকি এলাকায় সন্ত্রাসীদের গুলিতে দুই জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে মধ্যে অন্তত একজন স্থানীয় আওয়ামী লীগ নেতা বলে জানা গেছে। এছাড়া এ ঘটনায় মারাত্মকভাবে আহত হয়েছেন আরও দুই জন। তারাও ক্ষমতাসীন দলের সঙ্গে জড়িত বলে জানা গেছে।

বাড্ডার আদর্শ নগর লিংক রোড মধুবন বেকারীর সামনে এ ঘটনা ঘটে।

বাড্ডা থানার ওসি এম এ জলিল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান নিহত দুই জনের নাম শামসু মোল্লা মানিক ও শান্ত। আহত দুইজনের নাম সালাম ও গামা।

নিহতদের মধ্যে শামসু মোল্লা মানিক স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ নেতা বলে জানা গেছে। অপর দিকে সালাম যুবলীগ এবং গামা স্বেচ্ছাসেবক লীগ নেতা।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান জোনের এসি রফিকুল ইসলাম এ ব্যাপারে বলেন, দুই জন মারা গেছে। ঝামেলা কী কারণে তা আমরা জানি না। এ ব্যাপারে খোঁজখবর নেয়া হচ্ছে।

আহত দুই জনের মধ্যে সালামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও গামাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার বর্ণনা দিয়ে গুলিবিদ্ধ সালাম বলেন, আদর্শ নগর লিংক রোড মধুবন বেকারীর সামনে আমিসহ ৪জন (শামসু, গামা ও মানিক) বসা ছিলাম। হঠাৎ দুই তিনজন অস্ত্রধারী সন্ত্রাসী আমাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে। এতে আমরা সবাই গুলিবিদ্ধ হই।

সালাম নিজেকে বাড্ডা ইউনিয়নের যুবলীগ নেতা বলে দাবি করেন। বাড্ডা থানার এসআই জয়ন্ত কুমার মন্ডল তাকে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।

অপর গুলিবিদ্ধ গামা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর উত্তর শাখার সহ সাহিত্য বিষয়ক সম্পাদক বলে জানা গেছে।

(ওএস/অ/আগস্ট ১৩, ২০১৫)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test