E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

ফরিদপুরে জাতীয় শোক দিবসকে সামনে রেখে ব্যাপক প্রস্তুতি

২০১৫ আগস্ট ১৪ ১২:৫৬:২৪
ফরিদপুরে জাতীয় শোক দিবসকে সামনে রেখে ব্যাপক প্রস্তুতি

ফরিদপুর প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০ তম  শাহাদাৎ বাষির্কী উপলক্ষে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য ফরিদপুর জেলা প্রশাসন ও আওয়ামীলীগ ও সহযোগি সংগঠন ব্যাপক প্রস্তুতি করেছে।

শহরের মোড়ে মোড়ে টানানো হয়েছে কালো কাপড় দিয়ে ব্যানার ও তোরন। ব্যাপক কর্মসূচির অংশ হিসেবে সকাল ৮টায় শোকর‌্যালী সাড়ে ৮টায় স্বাধীনতার মহান এই স্থপতির প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হবে অম্বিকা হল ময়দানে। এরপড় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ বিভিন্ন জায়গায় গাছের চারা রোপনসহ কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়েছে।

এছাড়া মসজিদ, মন্দির, গীর্জায় দোয়া মাহফিল ও প্রার্থনা করা হবে। বিকেলে শহরের বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হবে। সন্ধ্যা ৭টায় কবি জসিম উদ্দিন হলে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবর রহমানেরএর জীবনীর উপর এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেন এমপি।



(এমকেআর/এসসি/আগষ্ট১৪,২০১৫)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test