E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

নয়ারহাট পল্লী বিদ্যুৎ মেলার উদ্বোধন

২০১৫ আগস্ট ১৯ ২০:০১:৫৯
নয়ারহাট পল্লী বিদ্যুৎ মেলার উদ্বোধন

কামরুজ্জামান হিমু: পাথালিয়া ইউনিয়ন পরিষদ ভবন পল্লী বিদ্যুৎ সমিতি-৩ নয়ারহাট সাবজোনাল অফিসে বুধবার সকাল ৯টায় পল্লী বিদ্যুৎ মেলা শুরু হয়েছে।

এই মেলার মূল বিষয় হল জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া। বর্তমান সরকার ২০১৮-১৯ সালের মধ্যে বাংলাদেশে প্রতিটি গ্রামের প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছানোর অঙ্গিকার নিয়ে কাজ করছেন।

তারই ধারাবাহিকতায় এই অর্থবছরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নের লক্ষে আগস্টের এই শোকের মাসে পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মইনুদ্দিন ৩০ লক্ষ শহীদের বিনিময়ে ৩০ লক্ষ নতুন গ্রাহক এবং ৩০ হাজার কি.মি. বিদ্যুতের লাইন নির্মানের পরিকল্পনা নিয়েছেন।

আগস্ট মাসে পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অঙ্গিকার এই মেলা ঢাকা পল্লী বিদ্যুৎ এলাকা সাভার, ধামরাই, আশুলিয়ার অংশ।

এই মেলার শুভ উদ্বোধন করেন পল্লী বিদ্যুৎ-৩ এর সিনিয়র জেনারেল ম্যানেজার ওয়াহিদুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এজিএম ইনচার্জ নয়ারহাট লাবিবুল বাশার, এজিএম (এমএস) মো. মমিনুর রহমান বিশ্বাস, সাংবাদিকবৃন্দ এবং এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

সিনিয়র জেনারেল ম্যানেজার ওয়াহিদুল ইসলাম বলেন, সাভার নয়ারহাট ৪০ বছর আগে থেকে বিদ্যুৎ পাচ্ছেন। বাংলাদেশে প্রথম পল্লী বিদ্যুৎ সমিতি-১ কার্যক্রম শুরু হয় ধামরাই বরাটিয়া গ্রামে প্রথম বিদ্যুৎ সংযোগ দিয়ে। অসংখ্য বিদ্যুৎ গ্রাহক আছেন তবুও আমরা প্রতিটি ইউনিয়নে বিদ্যুৎ মেলার আয়োজন করছি দু'টি কারণে। একটি হচ্ছে জনগণ যাতে দালাল এবং দুর্নীতি ও হয়রানিমুক্ত অতি দ্রুত বিদ্যুৎ সেবা পেতে পারে এবং দ্বিতীয়টি হচ্ছে পল্লী বিদ্যুতের জোনাল অফিসের কার্যক্রম যাতে প্রত্যক্ষভাবে জানা যায়।

(এলপিবি/আগস্ট ১৯, ২০১৫)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test