E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

নন্দীগ্রাম পৌরসভার ভোটার তালিকা হালনাগাদের উদ্বোধন

২০১৫ আগস্ট ২০ ১৭:১৪:০৪
নন্দীগ্রাম পৌরসভার ভোটার তালিকা হালনাগাদের উদ্বোধন

নন্দীগ্রাম(বগুড়া)প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রাম পৌরসভার ভোটার তালিকা হালনাগাদ ও ছবিতোলা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় পৌরসভা চত্ত্বরে ভোটারদের রেজিষ্ট্রেশন ও ছবিতোলা কার্যক্রমের উদ্বোধন করেন মেয়র সুশান্ত কুমার সরকার শান্ত। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাচন অফিসার আছিয়া খাতুন শিউলি, পৌরসভার প্যানেল মেয়র আখতারুজ্জামান উজ্জল, সচিব আব্দুল বাতেন, কাউন্সিলর আবু সাঈদ মিলন, জাহেদুল ইসলাম, আনোয়ার হোসেন, সাইদুল ইসলাম মিলন, নুরুন্নাহার মিষ্টি, রোজীনা আকতারসহ অন্যান্য কর্মকর্তা।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এউপজেলা ও পৌরসভায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম ১১আগষ্ট থেকে শুরু হয়েছে। আগামী ৩১আগষ্ট পর্যন্ত ভোটার তালিকার সকল কার্যক্রম চলমান থাকবে। কার্যক্রমকে এগিয়ে নিতে উপজেলায় ৬৬জন তথ্য সংগ্রহকারী, ১৪জন সুপারভাইজার ও পৌরসভা এলাকায় ৭জন তথ্য সংগ্রহকারী এবং ১জন সুপারভাইজার দায়িত্বে রয়েছেন। ভোটার তালিকায় যোগ্য কেউ যেন বাদ না পরে সে বিষয়ে সচেতনতামূলক প্রচারও করা হচ্ছে। রেজিষ্ট্রেশন থেকে শুরু করে ছবি তোলা এবং হালনাগাদের সকল কার্যক্রম চলছে।

(এনই/পি/অাগস্ট ২০, ২০১৫)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test