E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

বরিশালে পুকুরে শিক্ষার্থী ডুবির গুজবে অভিযান

২০১৫ আগস্ট ২০ ১৮:৩৩:৩৬
বরিশালে পুকুরে শিক্ষার্থী ডুবির গুজবে অভিযান

বরিশাল প্রতিনিধি: সরকারী বরিশাল বালিকা উচ্চ বিদ্যালয়ের পুকুরে শিক্ষার্থী নিখোঁজ রয়েছে এমন খবরের গুজবে ঘন্টাব্যাপী অভিযান চালিয়েছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

ঘটনার এক ঘন্টা পর বৃহস্পতিবার দুপুর একটার দিকে স্কুলের প্রধান শিক্ষক কোন শিক্ষার্থী নিখোঁজ নেই বলে নিশ্চিত করার পর অভিযানের সমাপ্তি ঘটে। অভিযানের সময় পুকুরের চারিপাশে চরম উৎকন্ঠায় ছিলেন শত শত শিক্ষার্থী ও অভিভাবকেরা।

একাধিক শিক্ষার্থীরা জানায়, বৃহস্পতিবার ছিলো হ্যান্ডবল খেলার প্রস্তুতি পর্ব। বিদ্যালয় মাঠে অনুশীলনের পর কর্দমক্ত হলে শিক্ষার্থী খেলোয়াড়রা দুপুর ১২টার দিকে পুকুরে গোসল করতে নামে। এরমধ্যে দুইজন সাঁতার না জানা শিক্ষার্থী ঘাট থেকে কিছুটা দুরে চলে গেলে বাঁচার জন্য আর্তনাদ করে। এসময় নমব শ্রেনীর ছাত্রী ঐশ্বর্য একা ঝাঁপিয়ে পড়ে দু’জনকে উদ্ধার করে। এসময় চাউর হয় এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের ডুবুরিদল এসে পুকুরে অভিযান চালায়।

অভিযানের একঘন্টা পর স্কুলের প্রধান শিক্ষক মাহাবুবা হোসেন ঘোষণা করেন, তাদের সব শিক্ষার্থী ফির এসেছে, কোন নিখোঁজ নেই। ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক মো. জানে আলম জানান, তাদের ডুবুরি দল চেষ্টা করেছেন তবে কোন কিছুর সন্ধান পায়নি। প্রধান শিক্ষক তাদের সব শিক্ষার্থীকে পেয়েছেন বলে জানানোর পর তারা অভিযানের সমাপ্তি করেছেন।

(টিবি/এলপিবি/আগস্ট ২০, ২০১৫)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test